বাংলার খবর
দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় হয়ে পড়েছিলেন, সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের অসহার ব্যক্তির পাশে এসে দাঁড়ালেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রপল্লী এলাকার বাসিন্দা মধুসূদন দাসের ২০০০ সালে একটি পথ দুর্ঘটনায় পা কাটা যায়। পা হারিয়ে অসহায় অবস্থার মধ্যেই দিন গুজরান করছিলেন।
এই খবর জানার পরই শনিবার মধুসূদনবাবুর বাড়িতে ছুটে গিয়ে ক্র্যাচ-সহ শীতবস্ত্র ও খাদ্য সামগ্রী তাঁর হাতে তুলে দিলেন রায়গঞ্জের বিধায়ক। মধুসূদন দাসের পরিবার সূত্রে জানা গিয়েছে, রায়গঞ্জের রবীন্দপল্লী এলাকার বাসিন্দা মধুসূদন দাস ২০০০ সালে স্থানীয় দুর্গাপুর থেকে হাট করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় তাঁর পা কাটা পড়ে৷ দুর্গাপুর হাটেই তাঁর কাপড়ের দোকান ছিল। পা হারানোয় রোজগারও প্রায় বন্ধ হতে বসেছে।
তারপর থেকেই তিনি অসহায়ভাবে দিন কাটাচ্ছিলেন। মধুসূদন দাসের পুত্র স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের ছাত্র। এই খবরটি স্থানীয় কাউন্সিলর অরুন চন্দ চন্দর কাছ থেকে পাওয়ার পরই বিধায়ক তথা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী কৃষ্ণ কল্যাণী সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বিপদে-আপদে পাশে থাকার পাশাপাশি সব রকম সাহায্যের আশ্বাসও মধূসুদন দাসকে দিয়েছেন রায়গঞ্জের বিধায়ক।