রাজনীতি
জনকল্যাণমূলক কাজের মধ্য দিয়েই তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : তিনি একদিকে যেমন শিল্পপতি, আবার অন্যদিকে তিনি সমাজসেবক। সব সময় ঝাঁপিয়ে পড়তে দেখা যায় মানুষের বিপদে আপদে। আর বিধায়ক হওয়ার পর মানুষের পাশে দাঁড়ানো অভ্যাসে পরিণত করে ফেলেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী।
আজ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সারা রাজ্য জুড়েই প্রতিষ্ঠা দিবস উদযাপন করছেন তৃণমূলের কর্মী সমর্থক ও নেতৃত্বরা। তৃণমুল কংগ্রেসের ২৫ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী অনাথ আশ্রমের শিশুদের হাতে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র ও কম্বল বিলি করলেন। তার আগে বিধায়ক কৃষ্ণ কল্যাণী তাঁর কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করেন।
রায়গঞ্জ শহরের উত্তর কলেজপাড়ায় রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে গিয়ে খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করেন। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেছেন, ‘আজ একটি পবিত্র দিন। এই দিনেই এরাজ্যের অপশাসন থেকে মানুষকে মুক্ত করার বীজ বপন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশ ও অনুপ্রেরনায় আমরা বিধায়কেরা তাঁর সৈনিক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত হয়েছি।’