দেশের খবর
ED-দফতরে রাহুল গান্ধী, রাস্তায় কংগ্রেস কর্মীদের সত্যাগ্রহ মিছিল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেআইনি আর্থিক তছরূপের অভিযোগে সোমবার দিল্লিতে ইডির দফতরে মুখোমুখী রাহুল গান্ধী। ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া পুত্র রাহুলকে মোট তিন দফায় ৫০টি প্রশ্ন করা হতে পারে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে।
সূত্রের খবর, এদিন সকালে ED-র দফতরে হাজিরা দেওয়ার সময় রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন তাঁর বোন তথা দলের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা। এদিকে রাহুল গান্ধীর ইডি দফতরে হাজিরা ঘিরে সোমবার সকাল থেকে কংগ্রেসের সদর দফতর থেকে কয়েক-শো নেতাকর্মী বিক্ষোভ মিছিল দেখাতে শুরু করেন। তাঁদের এই মিছিল এদিন ইডির দফতর পর্যন্ত করতে দেখা গিয়েছে।
জানা গিয়েছে, দিল্লি পুলিশ অবশ্য কংগ্রেসের এই সমাবেশের জন্য কোনও অনুমতি দেয়নি। যার ফলে এদিন সপ্তাহের ব্যস্ততম দিনে ব্যাপক যানজট শুরু হয়ে যায় রাজধানীতে। অন্যদিকে এদিন দিল্লিতে রাহুল গান্ধীর বাসভবন থেকে শুরু করে ইডির দফতর পর্যন্ত কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: National Herald case: সনিয়া-রাহুলকে তলবের চিঠি পাঠাল ইডি
প্রসঙ্গত, আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং তাঁর ছেলে রাহুল গান্ধীর। বেআইনী আর্থিক লেনদেনের মামলায় গত ৮ জুন ED-র দফতরে তলব করা হয় মা ও ছেলেকে। ন্যাশনাল হেরেল্ড মামলায় নাম জড়িয়েছিল সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর। সেই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত সনিয়া গান্ধী, টুইট বার্তায় দ্রুত আরোগ্য কামনা মোদির
সূত্রের খবর, বেআইনী আর্থিক লেনদেনের এই মামলায় রাহুল গান্ধীকে বৃহস্পতিবার অর্থাৎ ২ জুন ইডির দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাহুল গান্ধী সেই সময় দেশের বাইরে থাকায় ৫ জুনের পরে হাজিরা দিতে পারবেন বলে ইডি-র কাছে সময় চেয়ে নিয়েছেন তিনি।