রঘুনাথপুর লালন মেলা-২০২১এবার অষ্টম বর্ষে পদার্পণ করলো
Connect with us

বাংলার খবর

রঘুনাথপুর লালন মেলা-২০২১এবার অষ্টম বর্ষে পদার্পণ করলো

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নদীয়া জেলা গানের জেলা। বাউল,ফকির,মহাজনীগান,বিভিন্ন লোকসঙ্গীতের মেলা ও উৎসব হতেই থাকে । দুই বাংলার মানবতাবাদী সাধক বিশ্ববাউল মহাত্মা লালন ফকির (১৭৭৪-১৮৯০) এর নামে মেলার আয়োজন করেছে ‘ রঘুনাথপুর লালন মেলা সমিতি’ ও ‘মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প আকাদেমি’।

নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের এই মেলা, এ বছর অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে । মেলার উদ্বোধন হবে ১৭ ডিসেম্বর, বিকাল ৩ ঘটিকায়। মেলার উদ্বোধন করবেন ‘পশ্চিমবঙ্গ লালন মেলা সমিতি’র সভাপতি শ্রী যতীন্দ্রনাথ রায় ও বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতি শেফালী মণ্ডল । প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়, বাংলা তারিখ ধরে অর্থাৎ ১লা পৌষ থেকে ৪ঠা পৌষ ( ইং ১৭-২০ ডিসেম্বর, ২০২১)।

মেলাটি হয় ‘কিরণ স্মৃতি মহাশ্মশান, রঘুনাথপুর গ্রামে ‘ বসে গ্রাম্য মেলা,মূল মঞ্চ ‘লালন মহামঞ্চ’এ প্রথম তিন দিন চলে শুধুমাত্র (লালন সঙ্গীত) লালন সাঁইয়ের গান । সাতটি আখড়াতে অন্যান্য লোকসঙ্গীত, বাউল গান,মহাজনী গান পরিবেশিত হয় । চতুর্থ দিনে সাধু-গুরু-বৈষ্ণব-মেলা কমিটি-গ্রামবাসীদের নিয়ে হয় ‘গ্রাম পরিক্রমা'(বিশ্বশান্তি পরিক্রমা)। বিকালে সাধু বিদায় । প্রতি বছর মেলাতে বাংলাদেশ থেকে লালনগীতি শিল্পীরা এসে গান পরিবেশন করেন । দুই বছর করোনা ভাইরাসের জন্য ওপার বাংলার শিল্পীরা আসছেন না । মেলাতে প্রথম দিন ‘মনের মানুষ আকাদেমি’ থেকে এই বছর ৫টি বিষয়ে ১০টি পুরস্কার প্রদান করা হবে । এই পুরস্কার এই বছর ১৫ জন পাচ্ছেন ।

Advertisement

মেলাতে গান গাইতে আসছেন ‘মনের মানুষ’ চলচ্চিত্র খ্যাত, আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পী গোলাম ফকির, উত্তরবঙ্গ থেকে লালনগীতি শিল্পী পিয়ালী চক্রবর্ত্তী । এছাড়াও মেলাতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাউল, ফকির,লালনসঙ্গীত শিল্পীবৃন্দ । মেলার উপদেষ্টা সভাপতি শ্রী গোবিন্দ কুমার মণ্ডল ও মেলার দপ্তর সম্পাদক শ্রী অনুপ মণ্ডলের পরিকল্পনায় এই মেলাটি প্রতি বছর সুন্দর ভাবে পরিচালিত হয় । ‘রঘুনাথপুর লালন মেলা-২০২১’ এই বছর প্রথম বার, মেলার মিডিয়া পার্টনার TRIBE TV ( ভারতের একমাত্র আদিবাসী স্যাটেলাইট চ্যানেল), ডিজিটাল ই – পত্রিকা ‘বেঙ্গল এক্সপ্রেস’ ও মনোবেড়ি ।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.