বাংলার খবর
রঘুনাথপুর লালন মেলা-২০২১এবার অষ্টম বর্ষে পদার্পণ করলো

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : নদীয়া জেলা গানের জেলা। বাউল,ফকির,মহাজনীগান,বিভিন্ন লোকসঙ্গীতের মেলা ও উৎসব হতেই থাকে । দুই বাংলার মানবতাবাদী সাধক বিশ্ববাউল মহাত্মা লালন ফকির (১৭৭৪-১৮৯০) এর নামে মেলার আয়োজন করেছে ‘ রঘুনাথপুর লালন মেলা সমিতি’ ও ‘মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প আকাদেমি’।
নদীয়া জেলার ধানতলা থানার অন্তর্গত রঘুনাথপুর গ্রামের এই মেলা, এ বছর অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে । মেলার উদ্বোধন হবে ১৭ ডিসেম্বর, বিকাল ৩ ঘটিকায়। মেলার উদ্বোধন করবেন ‘পশ্চিমবঙ্গ লালন মেলা সমিতি’র সভাপতি শ্রী যতীন্দ্রনাথ রায় ও বিশিষ্ট সমাজসেবিকা শ্রীমতি শেফালী মণ্ডল । প্রতি বছর এই মেলা অনুষ্ঠিত হয়, বাংলা তারিখ ধরে অর্থাৎ ১লা পৌষ থেকে ৪ঠা পৌষ ( ইং ১৭-২০ ডিসেম্বর, ২০২১)।
মেলাটি হয় ‘কিরণ স্মৃতি মহাশ্মশান, রঘুনাথপুর গ্রামে ‘ বসে গ্রাম্য মেলা,মূল মঞ্চ ‘লালন মহামঞ্চ’এ প্রথম তিন দিন চলে শুধুমাত্র (লালন সঙ্গীত) লালন সাঁইয়ের গান । সাতটি আখড়াতে অন্যান্য লোকসঙ্গীত, বাউল গান,মহাজনী গান পরিবেশিত হয় । চতুর্থ দিনে সাধু-গুরু-বৈষ্ণব-মেলা কমিটি-গ্রামবাসীদের নিয়ে হয় ‘গ্রাম পরিক্রমা'(বিশ্বশান্তি পরিক্রমা)। বিকালে সাধু বিদায় । প্রতি বছর মেলাতে বাংলাদেশ থেকে লালনগীতি শিল্পীরা এসে গান পরিবেশন করেন । দুই বছর করোনা ভাইরাসের জন্য ওপার বাংলার শিল্পীরা আসছেন না । মেলাতে প্রথম দিন ‘মনের মানুষ আকাদেমি’ থেকে এই বছর ৫টি বিষয়ে ১০টি পুরস্কার প্রদান করা হবে । এই পুরস্কার এই বছর ১৫ জন পাচ্ছেন ।
মেলাতে গান গাইতে আসছেন ‘মনের মানুষ’ চলচ্চিত্র খ্যাত, আন্তর্জাতিক লোকসঙ্গীত শিল্পী গোলাম ফকির, উত্তরবঙ্গ থেকে লালনগীতি শিল্পী পিয়ালী চক্রবর্ত্তী । এছাড়াও মেলাতে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার বাউল, ফকির,লালনসঙ্গীত শিল্পীবৃন্দ । মেলার উপদেষ্টা সভাপতি শ্রী গোবিন্দ কুমার মণ্ডল ও মেলার দপ্তর সম্পাদক শ্রী অনুপ মণ্ডলের পরিকল্পনায় এই মেলাটি প্রতি বছর সুন্দর ভাবে পরিচালিত হয় । ‘রঘুনাথপুর লালন মেলা-২০২১’ এই বছর প্রথম বার, মেলার মিডিয়া পার্টনার TRIBE TV ( ভারতের একমাত্র আদিবাসী স্যাটেলাইট চ্যানেল), ডিজিটাল ই – পত্রিকা ‘বেঙ্গল এক্সপ্রেস’ ও মনোবেড়ি ।