দেশের খবর
রফাসূত্র অধরা! সেনা প্রত্যাহার করতে রাজি নয় চিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ১৩ ঘণ্টার দীর্ঘ বৈঠকেও অধরা রফাসূত্র। হট স্প্রিং, গোগরা ও প্যাংগং লেকের পাহাড়ি অঞ্চল থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারে রাজি নয় চিন। দুই দেশের ১৪তম বৈঠকেও কোনও রফাসূত্র মিলল না। তবে ফের ভারত এবং চিন দু’পক্ষ আলোচনায় বসতে পারে।
শীতকালে হিমাঙ্কের নীচে পূর্ব লাদাখের তাপমাত্রা নেমে যায়। শীত নামার আগেই নিয়ন্ত্রণরেখায় সেনা সরিয়ে নেওয়া হয়। কিন্তু ২০২০ সাল থেকে পরিস্থিতি বদলে যায়। গালওয়ানে চিনা আগ্রাসনের পর থেকে ভারতও প্রচুর সেনা মোতায়েন রেখেছে সেখানে।
এদিকে কোনও অঞ্চল থেকে লালফৌজ প্রত্যাহার করা হলেও সম্প্রতি ভুটান সীমান্তের ভিতরে চিনের তৈরি দু’টি গ্রামের খোঁজ মিলেছে। ফলে পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক রয়েছে। এই অবস্থায় ফের বৈঠকে মিলিত হয়েছিল দুই দেশের সেনা। কিন্তু মিলল না কোনও রফাসূত্র। এখনই সেনা সরাতে রাজি নয় বেজিং।