আলোচনায় মিলল না রফা সূত্র, বড়সড় হামলার ছক রাশিয়ার
Connect with us

দেশের খবর

আলোচনায় মিলল না রফা সূত্র, বড়সড় হামলার ছক রাশিয়ার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আজকে ছ’দিনে পড়ল রাশিয়ার ইউক্রেনে আক্রমণ। দিন যত বাড়ছে রুশ আক্রমণের তীব্রতা। পাশাপাশি বাড়ছে ধ্বংস স্তূপের সংখ্যাও। যুদ্ধ থামানোর জন্য বিভিন্ন দেশের তরফ থেকে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বিভিন্ন দিক থেকে রাশিয়াকে একঘরে করে দেওয়া প্রক্রিয়াও শুরু করেছে একাধিক দেশ।

তবুও যুদ্ধ থেকে বিরত হওয়ার কোনও লক্ষনই দেখা যাচ্ছেনা রাশিয়ার মধ্যে। এই আবহের মধ্যেই সমাধান সূত্র বার করতে বেলারুশে দুই দেশের প্রতিনিধিরা বৈঠকে বসেছিল। সারা বিশ্ব তাকিয়ে ছিল গতকাল বেলারুশে হওয়া রাশিয়া-ইউক্রেনের শান্তি আলোচনার দিকে। কিন্তু সবাইকে হতাশ করে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এই আলোচনা। আর তারপরেই শোনা যাচ্ছে, এবার ইউক্রেনে বড়সড় হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া।

এবং হামলা চালাতে ৬৪ কিলোমিটার লম্বা কনভয় নিয়ে ক্রমশ ইউক্রেনের রাজধানী কিভের পথে এগোচ্ছে রুশ সেনা। ইউক্রেনের একাধিক শহরে ইতিমধ্যেই রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যে সমস্ত বিদেশি নাগরিকরা স্বেচ্ছাসেবী হিসেবে এগিয়ে আসতে চান, তাদের ভিসা নিয়ন্ত্রণ তুলে নেওয়ার জন্য নির্দেশ জারি করেছেন। এদিকে রাশিয়াকে চাপে ফেলার জন্য ইউরোপীয় দেশগুলো একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু তাতে রাশিয়া যে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করছে না, তা ক্রমশ স্পষ্ট হচ্ছে।

Advertisement
Continue Reading
Advertisement