পুতিনের গ্রেফতারের দাবি উঠল! যুদ্ধ নয়, শান্তি চেয়ে পথে নামল রুশ জনতা!
Connect with us

দেশের খবর

পুতিনের গ্রেফতারের দাবি উঠল! যুদ্ধ নয়, শান্তি চেয়ে পথে নামল রুশ জনতা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: জল্পনা চলছিল অনেকদিন ধরেই। বৃহস্পতিবার ভোর রাত থেকেই ইউক্রেনে আক্রমন চালাতে শুরু করেছে রাশিয়া। রুশ আক্রমণে বিদ্ধস্ত ইউক্রেন। এই যুদ্ধ ঘোষণায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিন্দায় সরব হয়েছে গোটা বিশ্ব।

এবার ঘরেও প্রতিবাদের মুখে পড়লেন পুতিন। যুদ্ধ নয়, শান্তি চাই- এই বার্তাই দিলেন রাশিয়ার আমজনতা। কার্যত প্রেসিডেন্ট পুতিনের যুদ্ধ ঘোষণার বিরুদ্ধে পথে নেমেছেন রুশ জনতা। রাশিয়ার সাধারণ নাগরিকদের একটা বড় অংশ যুদ্ধ চাইছেন না। আর সেই বার্তা দিতে গিয়ে রীতীমতো প্রেসিডেন্টের গ্রেফতারির দাবি তুলছেন তাঁরা। কার্যত শাসকের রক্তচক্ষু উপেক্ষা করেই বৃহস্পতিবার সন্ধ্যায় পথে নেমে ছিলেন হাজার হাজার রাশিয়ান। শুধু মস্কো নয়, রাশিয়ার অন্যান্য প্রান্তেও একইভাবে পুতিনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। বিক্ষোভ দমন করতে রাশিয়া সরকারও কঠোর পদক্ষেপ নিচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার যুদ্ধবিরোধী গ্রেফতার হয়েছে। সব মিলিয়ে যুদ্ধ ঘিরে ঘরে-বাইরে পুতিনকে ঘিরে বিক্ষোভ বাড়ছে।