যুদ্ধের ঘোষণা পুতিনের, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার
Connect with us

আন্তর্জাতিক

যুদ্ধের ঘোষণা পুতিনের, ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : এই প্রজন্ম দেখেছে হ্যারিকেন, সাইক্লোন, মহামারী থেকে ইন্টারনেট। বিশ্ব যুদ্ধ দেখা বাকি ছিল। রাশিয়ার সৌজন্যে এবার সেই অভিজ্ঞতাও হতে চলেছে। বৃহস্পতিবার ভোরে ইউক্রেনে হামলা করল রাশিয়া। মাসখানেক আগে থেকেই ইউক্রেন আক্রমণের প্রস্তুতি সারতে শুরু করেছিল রাশিয়া। বেলারুশে রুশ সেনা মহড়া শুরু করতেই যুদ্ধের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছিল।

ইউক্রেন সীমান্তেও বিশাল সেনা মজুদ করেছিল রাশিয়া। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক অভিযানের ঘোষণা করতেই ইউক্রেনের ওপর হামলা শুরু করল রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভে সকাল থেকেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে রাশিয়া। কিভ, খারকোভ, ওডেসা-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। রাশিয়ার হামলার কথা সকলেই স্বীকার করে নিয়েছেন ইউক্রেনের বিদেশ মন্ত্রী দিমিত্রো কুলেবা। আভ্যন্তরীণ মন্ত্রী জানিয়েছেন, কিভ বিমানবন্দরের বাইরে ইউক্রেনের যুদ্ধ বিমানগুলির উপর একের পর এক রকেট হামলা চালাচ্ছে রাশিয়া। রুশ বোমারু বিমান সকাল থেকেই একের পর এক বোমা বর্ষণ করে চলেছে। বিস্ফোরণে কেঁপে উঠেছে ইউক্রেন। ইতিমধ্যেই রুশবাহিনীর হামলায় ইউক্রেনের ৭ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ন’জন বলে জানা গিয়েছে। তবে ইউক্রেনের এক প্রশাসনিক আধিকারিক দাবি করেছেন ইতিমধ্যে ইউজ হামলায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রক দাবি করেছে, ইউক্রেনের বিমানবাহিনীর ঘাঁটি তারা গুঁড়িয়ে দিয়েছে। পাল্টা জবাবও দিচ্ছে ইউক্রেনের সেনা। ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান এবং একটি হেলিকপ্টারকে তারা গুলি করে নামিয়েছে। তবে রাশিয়ার পক্ষ থেকে জনবহুল এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা অস্বীকার করা হলেও ইউক্রেন দাবি করেছে, জনবসতি এলাকাতেই হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সেনাঘাঁটি এবং অস্ত্রসম্ভার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। রুশ হামলা থেকে বাঁচাতে নাগরিকদের বাঙ্কারে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের সাংসদ সোফিয়া ফেডিনা। ইউক্রেনে রুশ হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বিশ্বের সমস্ত দেশে। ফ্রান্স ইতিমধ্যেই যুদ্ধ বন্ধের আবেদন জানিয়েছে রাশিয়ার কাছে।

Advertisement
Continue Reading
Advertisement