আন্তর্জাতিক
পুতিন ‘পাগল’ হয়ে গিয়েছেন, দাবি রুশ ধনকুবেরের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ৬৯ দিন ধরে অব্যাহত রাশিয়া-ইউক্রেন দ্বন্ধ (Russia Ukraine )। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনে বিশ্বজুড়ে তৈরি হয়েছে অস্থির অবস্থা। যুদ্ধ থামাতে রাশিয়াকে বার-বার চাপ দেওয়া হলেও নিজের সিদ্ধান্তে এখনও অটল পুতিন।
পরাক্রমশালী এই দোর্দন্ডপ্রতাপ রুশ শাসক কোথায় আছেন? যুদ্ধ শুরুর পর সেভাবে জনসমক্ষে দেখতে পাওয়া যায়নি তাঁকে। কেমন আছেন পুতিন? শোনা যাচ্ছে প্রবল পরাক্রম দেখিয়ে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু করলেও শরীর মোটেও ভালো যাচ্ছে না পুতিনের। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুতিন। এর আগেও বেশ কয়েকবার শোনা গিয়েছিল যে, ভীষণ অসুস্থ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শরীরের অবস্থা ভালো নয় তাঁর।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) শারীরিক অবস্থা নিয়ে এ বার চাঞ্চল্যকর তথ্য খোলসা করলেন সে দেশেরই এক ধনকুবের। তাঁর দাবি, পুতিনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তিনি ব্লাড ক্যানসারে (Blood Cancer) ভুগছেন।
এই বিষয়ে ‘নিউ লাইনস ম্যাগাজিন’-কে দেওয়া সাক্ষাৎকারে ওই রুশ ধনকুবের পুতিনের অসুস্থতা এবং রাশিয়ার অর্থনৈতিক অবস্থা নিয়ে মুখ খোলেন। তবে নিরাপত্তাজনিত কারণে নিজের নাম-পরিচয় গোপন রাখার আবেদন জানান তিনি। তিনি বলেন, ”রাশিয়ার অর্থনীতিকে তছনছ করে দিয়েছেন পুতিন। শুধু রাশিয়াই নয়, ইউক্রেন-সহ আরও একাধিক দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। আসলে ওঁর চিন্তাভাবনাই অন্যরকম। মস্তিষ্কের বিকৃতিতে গোটা পৃথিবী উল্টে দিতে পারেন।”
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে বন্ধ গম রফতানি, ভারতের সিদ্ধান্তের প্রতিবাদ জার্মান কৃষিমন্ত্রীর
ওই রুশ ধনকুবের আরও বলেন, ”পাগল হয়ে গিয়েছেন পুতিন। তিনি কি করছেন তা পুতিন নিজেও জানেন না। আমরা তো চাইছি, পুতিনের মৃত্যু হোক। ওঁর ক্যানসার ওঁকে খেয়ে নিক। নইলে অভ্যুত্থান ঘটিয়ে অন্তত ওঁকে ক্ষমতা দেখে সরানো হোক।”
‘নিউ লাইনস ম্যাগাজিন’ জানিয়েছে, পুতিন যে ব্লাড ক্যানসারেই ভুগছেন, এমনটাও নির্দিষ্ট করে বলতে শোনা যায় ওই ধনকুবেরকে।ওই ধনকুবের রাশিয়ার ২০০ বিত্তশালীদের মধ্যে একজন বলে জানা গিয়েছে। কিন্তু রাশিয়া সরকার যদি মনে করে কেউ ‘ভুয়ো খবর’ ছড়াচ্ছেন, সে ক্ষেত্রে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে।
আরও পড়ুন: ঋণের ভারে জর্জরিত দেশ, ওষুধ সঙ্কটে বন্ধ অস্ত্রোপচার
দেশের বাইরে থাকলেও সেই ঝুঁকি নিতে নারাজ ওই ধনকুবের। বিশেষ করে ইউক্রেনের সঙ্গে শান্তিস্থাপনে উদ্যোগী হওয়ায় সম্প্রতি চেলসি কর্তা রোমান অ্যাব্রামোভিচ-সহ বেশ কয়েক জনের উপর বিষপ্রয়োগ করা হয় বলে খবর আসার পর আরও সতর্ক তিনি। তাই নাম-ধাম প্রকাশ করতে চাননি ওই রুশ ধনকুবের।