বর্ষসেরা ছবির পুরস্কার পেল 'পুষ্পা', সেরা অভিনেতা রণবীর
Connect with us

বিনোদন

বর্ষসেরা ছবির পুরস্কার পেল ‘পুষ্পা’, সেরা অভিনেতা রণবীর

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের তাজ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল দাদা সাহেব ফালেক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই অনুষ্ঠানকে ঘিরে চাঁদের হাট বসেছিল। উপস্থিত ছিলেন অভিনেত্রী আশা পারেখ, এই প্রজন্মের রণবীর সিং, লারা দত্ত, কিয়ারা আডবানী, সিদ্ধার্থ মালহোত্রা, অহন শেট্টি, সতীশ কৌশিক, সানিয়া মালহোত্রা  সহ নামিদামী অভিনেতা, অভিনেত্রীরা।

অনুষ্ঠানে সৌন্দর্যের নতুন চমক দেখালেন আশা পারেখ। হিন্দি সিনেমায় তাঁর অসামান্য অবদানের জন্য পুরস্কৃত হন প্রবীণ এই অভিনেত্রী। ২০২২এ দাদা সাহেব ফালকে আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবের বিজেতা কারা, দেখে নিন। ’83’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। ‘মিমি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কৃতি শ্যানন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অসামান্য অবদানের জন্য লাইফটাইম পুরস্কার পেলেন আশা পারেখ। শ্রেষ্ঠ আর্ন্তজাতিক ফিচার ফিল্মের পুরস্কার পেল ‘অনআদার রাউন্ড’। শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার জিতেছেন কে এন ‘টেম্পেল অ্যাটাক’ এর জন্য। ‘হাসিন দিলরুবা’ ছবির জন্য শ্রেষ্ঠ চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জয়কৃষ্ণ গুমাদি। ‘কাগজ’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন সতীশ কৌশক।

‘বেলবটম’ ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন লারা দত্ত। পিপল চয়েজ শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন রাধিকা মদন। পিপল চয়েজ শ্রেষ্ঠ অভিনেতা অভিমন্যু দাশানি। শ্রেষ্ঠ ছবির পুরস্কার জিতে নিয়েছে সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘শেরশাহ’। বছর সেরা ছবির পুরস্কার জিতেছে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’। তারাপ ছবির জন্য সেরা ডেবিউ পুরস্কার জিতেছেন অহন শেট্টি। ওয়েব সিরিজের শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন মনোজ বাজপেয়ী। ‘দ্য ফ্যামিলি ম্যান 2’ ছবির জন্য তিনি এই সম্মান জিতেছেন। অরন্যক-এর জন্য ওয়েব সিরিজে শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন রবীনা ট্যান্ডন। শ্রেষ্ঠ পুরুষ সংগীত শিল্পীর পুরস্কার পেয়েছেন বিশাল মিশ্র। বছরের সেরা টেলিভিশন সিরিয়াল নির্বাচিত হয়েছে ‘অনুপমা’। ক্রিটিক চয়েজে শ্রেষ্ঠ ছবি ‘সর্দার উধম’। ক্রিটিক চয়েজ শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। ‘শেরশাহ’ ছবির জন্য। ক্রিটিক চয়েজ শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছেন কিয়ারা আডবাণী।

Advertisement
Continue Reading
Advertisement