বিনোদন
২০০৩ সালের মানব পাচার মামলায় জেল জনপ্রিয় সুরকার দালের মেহেন্দির

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানব পাচার কাণ্ডে ২ বছরের জেল দালের মেহেন্দির। বৃহস্পতিবার মানব পাচারের মামলায় পঞ্জাবি গায়ক দালের মেহেন্দির দুই বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। আদালত আজ আবেদন খারিজ করে গায়ককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ২০০৩ সালে বিখ্যাত সুরকার তাঁর বিরুদ্ধে নথিভুক্ত একটি মানব পাচারের মামলায় আবেদন করে। এবার সেই আপিল খারিজ করে দেয় পাটিয়ালা আদালত। দুই বছরের জন্য কারাদণ্ড হয় তাঁর। বৃহস্পতিবার আদালতে উপস্থিত থাকা মেহেন্দিকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। উল্লেখ্য, ২০০৩ সালে দালের মেহেন্দি এবং তাঁর ভাই শমসের সিংয়ের বিরুদ্ধে মোট ৩১টি মামলা দায়ের করা হয়েছিল। এমনকি তাঁদের বিরুদ্ধে মোটা অঙ্কের টাকা হাতিয়ে “প্যাসেজ মানি” চার্জ করে অবৈধভাবে বিদেশে পাঠানোর অভিযোগ ছিল।
২০১৮ সালে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসের আদালত দুই ভাইকে দোষী সাবস্ত করে। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ এইচ এস গ্রেওয়ালের আদালত তার জামিনের আবেদন খারিজ করে দেয়, যার পরে তাকে হেফাজতে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০০৩ সালের ১৯ই সেপ্টেম্বর পাতিয়ালা পুলিশ বকশিশ সিং এর দায়ের করা অভিযোগের ভিত্তিতে দালের এবং শমসেরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। অভিযোগকারীদের মতে, অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য প্যাসেজ মানি নেওয়া হয়েছিল, কিন্তু তারপরই মেহেন্দির অফিসে অভিযান চালিয়ে তাঁদের বিরুদ্ধে কেস ফাইল করা হয়। এরপর ২০০৬ সালে পাতিয়ালা পুলিশ দালের মেহেন্দীকে নির্দোষ বলে উল্লেখ করে দুটি ডিসচার্জ পিটিশন দাখিল করে। কিন্তু আদালত বহাল রেখে তাদের মামলার তদন্ত শুরু করে।
Patiala Additional Session Judge HS Grewal orders immediate arrest of singer #DalerMehndi, upholds punishment awarded to him in human trafficking case.@dalermehndi in police custody. https://t.co/L08d9735HP pic.twitter.com/M8jh3Tks5A
— Akashdeep Thind (@thind_akashdeep) July 14, 2022