দেশের খবর
গাড়ির সানরুফে বসে নেচে বিতর্কে পঞ্জাবের পরিবহনমন্ত্রী লালজিৎ ভুল্লার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না পঞ্জাবের ভগবন্ত মান সরকারের। কিছুদিন আগেই টেন্ডার দুর্নীতির অভিযোগ উঠেছিল পঞ্জাবের আপ সরকারের স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলার বিরুদ্ধে। তাঁকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত করা হয়। এবার বিতর্কে জড়ালেন পঞ্জাবের পরিবহন মন্ত্রী লালজিৎ ভুল্লার। সম্প্রতি এক ভিডিওতে দেখা গিয়েছে, নিজের ইসইউভি গাড়ির সানরুফে বসে পাঞ্জাবি মিউজিকের সঙ্গে নাচছেন তিনি। সেই সঙ্গে ক্যামেরায় দিকে হাত নাড়ছেন। তাঁর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা গাড়ির জানলা ধরে ঝুলছেন।আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই শুরু হয়েছে সমালোচনার ঝড়।
পরিবহনমন্ত্রী লালজিৎ ভুল্লারের বিরুদ্ধে ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ তুলেছেন অনেকেই। নিজে পরিবহনমন্ত্রী হয়েও কেন ট্রাফিক আইন ভাঙলেন, সেই প্রশ্নও তুলেছেন অনেকেই। এই নিয়ে বিতর্ক শুরু হতেই সাফাই গেয়ে ভুল্লার দাবি করেছেন এই ভিডিওটি অনেক পুরনো। সেই সঙ্গে নিজেকে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দাবি করেছেন তিনি।
এরপরই পঞ্জাবের আপ সরকারকে আক্রমণ করতে ছাড়েনি বিরোধীরা। আপ সরকারের বিরুদ্ধে আন্দোলন নামার হুঁশিয়ারি দিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতা সুখপাল সিং খায়রা অভিযোগ করেছেন, ভুল্লার সাংবিধানিক পদের অপমান করেছেন। মূর্খের মত আচরণ বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা পঞ্জাবের পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। আপ সরকারের মন্ত্রীরা পঞ্জাবের সংস্কৃতিকে ধ্বংস করার খেলায় মেতেছেন বলেও অভিযোগ করেছেন তিনি। তবে এই বিতর্ক নিয়ে এখনও আপ বা পঞ্জাব সরকারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী বিজয় সিঙ্গলাকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং পঞ্জাবের বিশিষ্ট গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার খুনের ঘটনায় এমনিতেই উত্তপ্ত হয়ে রয়েছে পঞ্জাবের রাজনীতি। তারমধ্যেই পরিবহনমন্ত্রী লালজিৎ ভুল্লারের এই কীর্তি আপ সরকারকে আরও কিছুটা অস্বস্তিতে ফেলে দিল, তাতে কোনও সন্দেহ নেই।