দেশের খবর
অসুস্থ ভগবন্ত মান, হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই পেটের ব্যথায় ভুগছিলেন মান। তাঁর পেট পরীক্ষাও করা হয়েছিল। এরপরই চিকিৎসকরা তাঁকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।
জানা গিয়েছে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বর্তমানে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হজমের কিছু সমস্যা রয়েছে। চিকিৎসকরা তাঁকে বেশকিছু রিপোর্টও করতে দিয়েছেন। তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
আরও পড়ুন: করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, নিজেই টুইট করে জানালেন
সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সিধু মুসওয়ালার হত্যাকাণ্ডে অমৃতসরের কাছে পাঞ্জাব পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে গ্যাংস্টারদের বিরুদ্ধে সফলভাবে অভিযান চালানোর জন্য পুলিশ এবং অ্যান্টি-গ্যাংস্টার টাস্ক ফোর্সকে অভিনন্দন জানিয়েছিলেন। আর তারপরই রাতের দিকে অসুস্থ বোধ করেন। চিকিৎসকদের পরামর্শে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: Presidential Election 2022: দ্রৌপদী মুর্মু বনাম যশবন্ত সিনহা, রাইসিনা হিলের উত্তরসূরি কে…
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, রাজ্য সরকার রাজ্যে গুন্ডা এবং অসামাজিক কার্যজকলাপের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। পাঞ্জাব পুলিশের সেই অভিযানে বড় সাফল্য পেয়েছে। অমৃতসরে গ্যাংস্টার অপারেশনে গায়ক সিধু মুসেওয়ালা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ২ জন নিহত হয়েছে। এর জন্য রাজ্য পুলিশকে অনেক ধন্যবাদ জানানো হয় মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফে।