আনিস হত্যার সুবিচার চেয়ে বিক্ষোভকারীদের মিছিল, যাদবপুরেও বিক্ষোভ, উত্তাল কলকাতা
Connect with us

মহানগর

আনিস হত্যার সুবিচার চেয়ে বিক্ষোভকারীদের মিছিল, যাদবপুরেও বিক্ষোভ, উত্তাল কলকাতা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে সামিল হয় এসএফআই। দিনের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট। পোষ্টার ,শ্লোগানে উত্তাল হয়েওঠে বিশ্ব বিদ্যালয় চত্বর। অবস্থান বিক্ষোভ সহ একাধিক কর্মসূচি রয়েছে ধর্মঘটী পড়ুয়াদের।

তাদের দাবি, আনিস হত্যার তদন্ত ঠিক মতো হচ্ছে না। এই দাবিতে মঙ্গলবার সকাল থেকেই যাদবপুরে বিক্ষোভ অবরোধ শুরু করেন ছাত্র নেতার। কতক্ষণ বিক্ষোভ-অবরোধ চলবে তা স্পষ্ট করে না বলা হলেও করে তাদের দাবি, সুবিচার না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। আনিস হত্যার সুবিচার চেয়ে মঙ্গলবারই পার্কসার্কাস থেকে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। সেই মিছিলে যোগ দিয়েছে যাদবপুরের ছাত্রীর-ছাত্রীরাও। এই মিছিলকে ঘিরে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজপথ। তবে এই মিছিলকে আটকাতে ধর্মতলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। আনা হয় জলকামান, টিয়ার গ্যাস।

ফলে পরিস্থিতি আরও উত্তাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে প্রতিবাদী ছাত্র-ছাত্রীরা জানিয়ে দিয়েছে, এদিন নবান্নে যেতে না দেওয়ায় আগামীকাল অর্থাৎ বুধবার ধর্মতলা থেকে তারা আবারও নবান্ন অভিযান করবে। আনিস হত্যার সুবিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এ দিনের মিছিলে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরাও প্রতিবাদ আন্দোলনে সামিল হন। মিছিলকে আটকাতে ধর্মতলার ডরিনা ক্রসিংয়ে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়। আনা হয়েছিল জলকামান ও টিয়ার গ্যাস। মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী। কিন্তু তার আগেই পার্ক সার্কাসে পুলিশি প্রতিরোধের মুখে পড়েন পড়ুয়ারা। বাধা পেয়ে পার্ক সার্কাসে রাস্তায় শুয়ে পড়ে শ্লোগান দিয়ে বিক্ষোভও দেখান পড়ুয়ারা। মল্লিক বাজার, মৌলালি হয়ে মহাকরণের দিকে যাওয়ার কথা ছিল এই মিছিলের। একটি মিছিল পার্কস্ট্রিট থেকে মৌলালির দিকে এগোয়। আরেকটি মিছিল এসএন ব্যানার্জি রোডে ছিল। মিছিল রুখতে তিন জায়গায় ব্যারিকেড করা হয়। এসএন ব্যানার্জি রোডেও ব্যারিকেড করা হয়। মৌলালিতে ব্যারিকেড ভেঙে শিয়ালদার দিকে মিছিল এগোতে থাকে। এরপর কলেজ স্ট্রিটে মিছিলকে ছত্রভঙ্গ করে পুলিশ। শুরু হয় বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি। এরপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে আটক করে পুলিশ।

Advertisement