বাংলার খবর
তুফানগঞ্জে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের
পঞ্চায়েত ভোট মিটলেও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এরফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালুর দাবীতে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা

ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট মিটলেও বিদ্যালয়ে রয়েছে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা। এরফলে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ রয়েছে। অবিলম্বে বিদ্যালয়ে পঠন পাঠন চালুর দাবীতে শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো ছাত্র ছাত্রীরা। পথ অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
ছাত্র ছাত্রীরা কাঠের গুড়ি ও সবুজ সাথী প্রকল্পের সাইকেল ফেলে পথ অবরোধ করেন। যদিও পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন ছাত্র ছাত্রীরা।শালবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম রায় কোঙার বলেন, তুফানগঞ্জ ২ নং ব্লকের বিডিওর সাথে কথা হয়েছে। আগামী ২৬ শে জুলাই কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা চলে যাবেন। আগামী ২৭ জুলাই ফের বিদ্যালয়ে পঠন পাঠন চালু হবে।
আরও পড়ুন – বিমানযাত্রায় কটাক্ষের মুখে উরফি জাবেদ!
অন্যদিকে, মণিপুর কান্ডে বিক্ষোভ আদিবাসীদের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ, মণিপুর কাণ্ডে প্রতিবাদের ঢেউ এসে পড়ল গাজোলে। শনিবার গাজোলের বিদ্রোহী মোড়ে এই ইস্যুতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় আদিবাসী সেঙ্গেল অভিযান ও ঝাড়খন্ড দিশম পার্টি। ন্যক্কারজনক ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা৷ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদিবাসী সেঙ্গেল অভিযানের উত্তরবঙ্গের জোনাল সভাপতি মোহন হাসদা, আদিবাসী নেতা শ্যামল মূর্মু, বর্ষা বেসরা সহ অন্যান্য নেতৃত্ব।