বাংলার খবর
ভ্যাকসিন না পেয়ে ঝাড়গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্রীদের!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে বলে বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল। তাই ভ্যাকসিন নেওয়ার জন্য বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হয়। তাদের সঙ্গে ছিলেন অভিভাবকরাও।
বৃহস্পতিবার ৪০০ জন ছাত্রীকে ভ্যাকসিন দেওয়া হলেও নবম শ্রেণীর ৫০ জনকে দেওয়া হয়নি। তাদের ভ্যাকসিন দেওয়া হবে বলে বেলা চারটে পর্যন্ত বিদ্যালয়ে বসিয়ে রাখা হয় বলে অভিযোগ। তারপর ভ্যাকসিন তাদের দেওয়া হবে না বলে জানায় স্কুল কতৃপক্ষ। ভ্যাকসিন না পেয়ে নবম শ্রেণীর ছাত্রীরা ঝাড়গ্রাম শহরের সারদাপীঠ মোড়ে পাঁচ নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের সঙ্গে বিক্ষোভে সামিল হয় তাদের অভিভাবকেরাও। যার ফলে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছাত্রীদের সঙ্গে কথা বলতে এলে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখায় ছাত্রীরা। ঘটনাস্থলে গিয়ে ঝাড়গ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অবশেষে ওই ছাত্রীদের আগামী ২৩ জানুয়ারি ভ্যাকসিন দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন বিদ্যালয় কর্তৃপক্ষ। ভ্যাকসিন দেওয়ার আশ্বাস পাওয়ার পর ছাত্রীরা পথ অবরোধ তুলে নেয়। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।