বাংলার খবর
সব্যসাচী নয়, বিক্ষোভকারীরাই দায়ী: বিকাশ ভবন কাণ্ডে পুলিশের অবস্থান স্পষ্ট

বিকাশ ভবনে সাংবাদিক নিগ্রহ ও বিশৃঙ্খলার ঘটনায় অভিযুক্ত নয় সব্যসাচী দত্ত, বরং আইন লঙ্ঘন করেছেন আন্দোলনকারীরাই—এমনটাই জানাল পুলিশ। শুক্রবার এই বিতর্কিত ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে চাকরিপ্রার্থীদের বিরুদ্ধেই অভিযোগ তুললেন রাজ্য পুলিশের শীর্ষকর্তারা।
বৃহস্পতিবার দুপুরে হঠাৎই বিকাশ ভবনে হাজির হন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান সব্যসাচী দত্ত। তাঁকে দেখে মুহূর্তে উত্তেজনা ছড়ায়। চাকরিপ্রার্থী আন্দোলনকারীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তাঁর সঙ্গে থাকা দলবল ও আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।
পরের দিন, শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ও ADG (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম সাফ জানিয়ে দেন, “প্রথম বেআইনি কাজটি আন্দোলনকারীরাই করেছেন। তাঁরা একজন জনপ্রতিনিধিকে বেআইনিভাবে আটকান ও তাঁর গাড়ি ঘেরাও করে রাখেন। এমন কাজ আইনসম্মত নয়।”
সুপ্রতিম সরকারের কথায়, “সব্যসাচী দত্ত তাঁর ব্যক্তিগত প্রয়োজনে বিকাশ ভবনে গিয়েছিলেন। তাঁকে প্রবেশ করতে না দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছিল। এরপর তিনি যখন ফিরে যাচ্ছিলেন, তখন তাঁর গাড়ি আটকে দেওয়া হয়, যেটি একেবারেই আইনবিরুদ্ধ।”
যদিও সাংবাদিক নিগ্রহ বা হেনস্থার অভিযোগ নিয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট অভিযোগ দায়ের হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে। এদিকে সব্যসাচী দত্ত নিজেও আন্দোলনকারীদের ফিজিক্যালি সরাতে দেখা গিয়েছে। এক আন্দোলনকারী তাঁর গাড়ির সামনে শুয়ে পড়লে, সব্যসাচী ও তাঁর অনুগামীরা তাঁকে টেনে সরান। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সামনে সব্যসাচী বলেন, “এসব সরাতে আমার ৩০ সেকেন্ডও লাগবে না।”
ঘটনাস্থলে বিশৃঙ্খলা ও হেনস্থা নিয়ে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি হলেও পুলিশের বক্তব্যে পরিষ্কার, অভিযুক্ত মূলত আন্দোলনকারীরা।