বাস্তব জীবনে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!
Connect with us

বিনোদন

বাস্তব জীবনে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা!

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ :  অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বিয়ে করছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে! সম্প্রতি এই ঘোষণা সবাইকে চমকে দিয়েছে। যে হিট জুটি ৯০-এর দশকের বাংলা সিনেমা এবং টলিউডের বাণিজ্যিক ছবিতে রাজত্ব করেছিল তারা ভ্যালেন্টাইন্স ডে-তে সবচেয়ে বড় চমক নিয়ে এসেছেন। এবার তাঁরা বাস্তব জীবনে একত্রিত হচ্ছেন! তবে বাস্তব জগতে নয়।

সুপারহিট ‘প্রাক্তন’ এবং ‘দৃষ্টিকোণ’-এ পুনর্মিলনের পর, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা আরও একটি ছবিতে জুটি বাঁধছেন। ঘোষণাটি বড় আশ্চর্যজনক ছিল। কারণ উভয় অভিনেতাই তাঁদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সবাইকে আমন্ত্রণ জানাতে চেয়েছিলেন, যখন মজার বিয়ের ঘোষণাটি এসেছিল। সূত্রের খবর ‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’ ছবিটি পরিচালনা করবেন সম্রাট শর্মা। পরিচালক জানিয়েছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে বর-কনের খোঁজে ছিলাম। এটা বিয়ের এবং ভালোবাসার মরশুম। তাই এই মধুর বার্তা সবার কাছে পৌঁছে দেওয়ার সেরা উপায় আর কী হতে পারে? আমরা শীঘ্রই বিয়ের তারিখ ঘোষণা করব। বুম্বা দা (প্রসেনজিৎ) স্ক্রিপ্টটি অনেক আগে শুনেছিলেন।

কিন্তু মহামারী পরিস্থিতির কারণে সবকিছুই পিছিয়ে দিতে হয়েছিল। ছবিতে উপস্থাপনা ছাড়াও তাঁদের গুরুত্বপূর্ণ স্ক্রীন টাইম থাকবে এবং আখ্যানে মুখ্য ভূমিকা পালন করবেন। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আমাদের জন্য একটি আইকনিক এবং এই জুটি কীভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে তা আমরা শুনেছি।’ ছবিটি বর্তমানে প্রি-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে খুব শীঘ্রই শুটিং শুরু হবে। কিন্তু, আসন্ন এই ছবি সম্পর্কে আরও কোনও কিছু বিশদে এখনও প্রকাশ করা হয়নি।

Advertisement

কারণ নির্মাতারা আশ্চর্যজনক উপাদানটি ধরে রাখার ব্যাপারে খুবই সতর্ক। ঋতুপর্ণা সেনগুপ্তের মুকুটে একটি নতুন পালক যুক্ত হয়েছে। ‘দ্য পার্সেল’-এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। বাংলা সিনেমা প্রেমীদের জন্য, বিশেষ করে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার ভক্তদের জন্য এটি অবশ্যই বিশাল খবর। কৌশিক গাঙ্গুলী পরিচালিত তাঁদের শেষ ছবি ‘দৃষ্টিকোণ’-এর ঝকঝকে রসায়ন এখনও আমাদের হৃদয়ে গেঁথে রয়েছে। এবং সবাই তাঁদের পরবর্তী আউটিংয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Continue Reading
Advertisement