দেশের খবর
করোনা আক্রান্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাড়িতেই রয়েছেন নিভৃতাবাসে! স্বস্তিকা, রুপম ইসলামও পজেটিভ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টলিউডেও ক্রমশ জাঁকিয়ে বসেছে করোনা। এবার রেহাই পেলেন না প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। করোনায় আক্রান্ত হলেন বাংলার এই বর্ষীয়ান অভিনেতাও। বুধবারই টুইট করে নিজেই কোভিড পজেটিভ আসার কথা জানিয়েছেন প্রসেনজিৎ। বুধবারই তিনি করোনা রিপোর্ট হাতে পেয়েছেন।
তারপরই প্রসেনজিৎ টুইট করে লিখেছেন, ‘দুর্ভাগ্যবশত আমিও কোভিড পজেটিভ। আমার চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। আশা করছি, খুব দ্রুত সুস্থ্য হয়ে উঠব।’ শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নন, বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন টলিউড নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায়। সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন গায়ক রুপম ইসলাম।