বাংলার খবর
স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর কেন্দ্রের, রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ : উত্তর দিনাজপুরের রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ার পথে। বড় ঘোষণা কেন্দ্রের। প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় দ্বিতীয় পর্যায়ে রায়গঞ্জে ‘অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্সেস (এইমস)’ তৈরির প্রস্তাব রাখা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। প্রথম পর্যায়ে দেশে ছ’টি এইমস তৈরি হচ্ছে। সেগুলি হল মধ্যপ্রদেশের ভোপাল, ওড়িশার ভুবনেশ্বর, রাজস্থানের যোধপুর, বিহারের পাটনা, ছত্তিশগড়ের রায়পুর এবং উত্তরাখণ্ডের ঋষিকেশে।
এছাড়াও দ্বিতীয় পর্যায়ে আরও দু’টি এইমস তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। সেগুলো হল উত্তর প্রদেশের রায়বেরেলি এবং পশ্চিমবঙ্গের রায়গঞ্জে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এইমস তৈরির প্রস্তাব দীর্ঘদিনের। কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সি সাংসদ থাকাকালীনই রায়গঞ্জে (Raiganj) এইমস তৈরির উদ্যোগ নিয়েছিলেন। কিন্তু জমি সমস্যা সহ অন্যান্য অসুবিধার কারণে তা আর বাস্তবায়িত হয়নি। এছাড়াও প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনায় আরও বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের বেশ কিছু মেডিক্যাল কলেজের উন্নতি ও আধুনিকীকরণ করা হবে। তারমধ্যে পশ্চিমবঙ্গ থেকে রয়েছে একমাত্র কলকাতা মেডিক্যাল কলেজ। এছাড়াও রয়েছে জম্মু মেডিক্যাল কলেজ, শ্রীনগর মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশের লখনৌ সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, বেনারস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে নিজাম ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, অন্ধ্রপ্রদেশের শ্রী ভেঙ্কটেশ্বর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, তামিলনাড়ুর সালেমে গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, ঝাড়খণ্ডের রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, গুজরাতের বিজে মেডিক্যাল কলেজ আহমেদাবাদ, কর্নাটকের বেঙ্গালুরু মেডিক্যাল কলেজ, মহারাষ্ট্রের গ্রান্ট মেডিক্যাল কলেজ মুম্বই, কেরলের তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন – গেরুয়া শিবিরে বড় ধাক্কা, পদ্ম ছেড়ে বিধায়কের হাত ধরে ঘাসফুলে যোগ দিলেন ১ হাজার BJP নেতা-কর্মীরা
দ্বিতীয় পর্যায়ে আধুনিকীকরণ করা হবে হরিয়ানার পন্ডিত বিডি শর্মা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স রহতাক, হিমাচল প্রদেশের গভর্মেন্ট মেডিক্যাল কলেজ তান্ডা, মহারাষ্ট্রের গভর্মেন্ট মেডিক্যাল কলেজ নাগপুর, পঞ্জাবের গভর্মেন্ট মেডিক্যাল কলেজ অমৃতসর, তামিলনাড়ুর গভর্মেন্ট মেডিক্যাল কলেজ মাদুরাই, উত্তরপ্রদেশের জওহরলাল নেহরু মেডিক্যাল কলেজ অফ আলিগড় মুসলিম ইনস্টিটিউটের। বর্তমানে দেশে করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও চতুর্থ ঢেউয়ের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। ভবিষ্যতে যাতে অতীতের মতো সমস্যা তৈরি না হয়, সেই কারণে দেশের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও জোরদার এবং আধুনিকীকরণ করার ওপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই তৃতীয় পর্যায় আরও ৩৯টি মেডিক্যাল কলেজকে উন্নত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার মধ্যে বাংলা থেকে রয়েছে, বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ, মালদা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, এবং দার্জিলিঙে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন – ‘CBI দিয়ে সবকিছু হয় না,বাংলার মানুষ মমতায় আস্থা রাখে অন্য কারও উপর নয়’: কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এছাড়াও তৃতীয় পর্যায়ে আধুনিকীকরণ করা হবে অন্ধ্রপ্রদেশের সিদ্ধার্থ মেডিক্যাল কলেজ বিজয়ওয়াড়া, জিএমসি অনন্তপুর, রাজীব গান্ধি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স আদিলাবাদ, কাকাটিয়া মেডিক্যাল কলেজ ওয়ারেঙ্গল, অসমের গৌহাটি মেডিক্যাল কলেজ, ডিব্রুগড় মেডিকেল কলেজ, বিহারের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ মুজফ্ফরপুর, দ্বারভাঙ্গা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, গোয়ার পানাজি মেডিক্যাল কলেজ, গুজরাতের রাজকোট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ রাজকোট, ঝাড়খন্ডের পাটুলিপুত্র মেডিক্যাল কলেজ ধানবাদ, কর্নাটকের বিজয়নগর ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স বেল্লারি, হুবলি ইনস্টিটিউট অফ মেডিক্যাল সাইন্স, কেরলে কোঝিকোড় মেডিক্যাল কলেজ, টিডি মেডিক্যাল কলেজ, মধ্যপ্রদেশের জিএমসি মেডিক্যাল কলেজ রেওয়া, মধ্যপ্রদেশের জব্বলপুর নেতাজি সুভাষচন্দ্র বোস মেডিক্যাল কলেজ, গোয়ালিয়রের জিআর মেডিক্যাল কলেজ, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, লাতুর গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, আকুলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, শ্রী বসন্ত রাও নায়েক গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, ওড়িশার বেহরামপুর এমকেসিজিএমসি মেডিক্যাল কলেজ, বারলা ভিএসএস মেডিক্যাল কলেজ, পঞ্জাবের পাতিয়ালা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, রাজস্থানের বিকানেরে এসপি মেডিক্যাল কলেজ, উদয়পুর আরএনটি মেডিক্যাল কলেজ, গভর্মেন্ট মেডিক্যাল কলেজ কোটা, তামিলনাড়ুর তাঞ্জাভুর মেডিক্যাল কলেজ, তিরুনেলভেলি মেডিক্যাল কলেজ, ত্রিপুরার আগরতলা গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, উত্তরপ্রদেশের ঝাঁসি গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, গোরক্ষপুর গভর্মেন্ট মেডিক্যাল কলেজ, এলাহাবাদ জিএমসি মেডিক্যাল কলেজ, মিরাট এলএলআর মেডিক্যাল কলেজ।
আরও পড়ুন – প্রতিবেশীর সঙ্গে বিবাদে মাথা ফাটল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের