দেশের খবর
নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নুপুর শর্মার গ্রেফতারির দাবিতে পড়ল পোস্টার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিছুতেই থামছে না বিজেপি-র প্রাক্তন মুখপাত্র Nupur Sharma-কে নিয়ে বিতর্ক। এবার তাঁর গ্রেফতারির দাবিতে গুজরাটের সুরাট এলাকার একটি ব্রিজের উপর পড়ল পোস্টার।
সূত্রের খবর, সুরাটের জিলানি ব্রিজে পোস্টার সাঁটানো হয়েছে। পুলিশ জানিয়েছে, এই পোস্টারগুলি লাগানোর পিছনে কারা ছিল তা এখনও জানা যায়নি। সিসিটিভি ফুটেজ স্ক্যান করা হচ্ছে, পোস্টারের পিছনে থাকা মূল অভিযুক্তদের খুঁজে বের করতে। গত রবিবারই বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মাকে দল থেকে বহিস্কার করা হয়।
নুপুর শর্মার একটি ভিডিয়ো ব্যাপক ভাবে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি যে মন্তব্য করেছিলেন তা ভাইরাল হওয়ার পরে, যা বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: হজরত মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, চার শহরে আত্মঘাতী হামলার হুমকি Al Qaeda-র
এদিকে বুধবার নুপুর শর্মার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে একটি হুমকি চিঠি পাঠিয়েছে জঙ্গিগোষ্ঠী আল কায়েদা। ওই চিঠিতে বলা হয়েছে, ”হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের এখন দিল্লি, বোম্বে, ইউপি এবং গুজরাটে তাঁদের শেষের অপেক্ষা করা উচিত। তারা তাদের বাড়িতে বা সুরক্ষিত কোনও সেনা ক্যান্টনমেন্টে আশ্রয় পাবেন না। আমরা আমাদের প্রিয় নবীর প্রতিশোধ না নিলে আমাদের মায়েরা শোকাহত হবে”।
আরও পড়ুন: রাজধানীতে মোটর পার্কিংলটে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক e-Rickshaw
জঙ্গি সংগঠন আল কায়েদার (Al Qaeda) তরফে পাঠানো এক ‘হুমকি চিঠিতে’ সেই ইঙ্গিতই দেওয়া হয়েছে। খুব শীঘ্রই দেশের রাজধানী দিল্লি সহ চারটি বড় শহরে আত্মঘাতী হামলা চালাতে পারে আল কায়েদা। সূত্র মারফত জানা গিয়েছে, ‘প্রফেট’কে নিয়ে বিতর্কিত মূলক মন্তব্যের জন্য এবার পাল্টা প্রতিশোধ নিতে দিল্লি সহ উত্তরপ্রদেশ, গুজরাট এবং মুম্বইতে আত্মঘাতী হামলা চালাতে পারে আল কায়দা জঙ্গিরা।