হলদিয়ায় ব্যাটারি কারখানায় বিশৃঙ্খলার জেরে উৎপাদন ব্যাহত, গ্রেফতার তৃণমূলের হেভিওয়েট দুই নেতা!
Connect with us

বাংলার খবর

হলদিয়ায় ব্যাটারি কারখানায় বিশৃঙ্খলার জেরে উৎপাদন ব্যাহত, গ্রেফতার তৃণমূলের হেভিওয়েট দুই নেতা!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এক ব্যাটারি তৈরির কারখানায় বেশ কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষ লেগেই রয়েছে। যার ফলে কারখানার উৎপাদন ব্যাহত বলে অভিযোগ কারখানার কর্তৃপক্ষের। অভিযোগ, দুই শ্রমিক নেতার উস্কানিতে কারখানার শ্রমিকরা দ্বিধাবিভক্ত হয়ে বিক্ষোভে সামিল হয়েছেন।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ও ঊর্ধ্বতম নেতৃত্বের নির্দেশে, মঙ্গলবার তৃণমূলের দুই পদাধিকারী শ্রমিক নেতা ও ২ শ্রমিক সহ মোট ৪ জনকে গ্রেফতার করে দুর্গাচক থানার পুলিশ। বুধবার তাঁদের হলদিয়া মহকুমা আদালতে তোলা হয়। পূর্ব মেদিনীপুর জেলা আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে রাতভর জিজ্ঞাসাবাদ চলায় পুলিশ। গ্রেফতার হওয়া অপর দুই শ্রমিক হলেন শেখ মইদুল ও সৌমেন বাগ। এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে। তারপরই নড়েচড়ে বসে তৃণমূলের শ্রমিক নেতৃত্ব।

বুধবার পরিস্থিতি সামাল দিতে হলদিয়া পৌঁছান শ্রমমন্ত্রী মলয় ঘটক এবং রাজ্য আইএনটিটিইউসি সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁরা স্থানীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে নুতন আইএনটিটিইউসি সভাপতির নাম ঘোষণা করেন। গ্রেফতার হওয়া পূর্ব মেদিনীপুর জেলা তমলুক সাংগঠনিক আইএনটিটিইউসি সভাপতি তাপস মাইতি ও হলদিয়ার পর্যবেক্ষক সঞ্জয় বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর তাঁদের সাসপেন্ডও করা হয়েছে। তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি-এর নতুন সভাপতি করা হয়েছে শিবনাথ সরকারকে। নতুন সভাপতির নাম ঘোষণা করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও মলয় ঘটক।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.