নিজের করা মামলার শুনানিতে উপস্থিত হলেন না রাজকুমার হ্যারি
Connect with us

নিজের করা মামলার শুনানিতে উপস্থিত হলেন না রাজকুমার হ্যারি

পুরোনাম :

ডাক নাম :

জন্ম তারিখ :

জাতীয়তা :

পেশা :

পেশা :

কর্মজীবন :

রাজনৈতিক দল :

দাম্পত্য সঙ্গী :

সন্তান :

শিক্ষা :

5/5 - (1 vote)

বেঙ্গল এক্সপ্রেস: প্রয়াত প্রিন্সেস ডায়নার পুত্র ব্রিটেনের রাজকুমার হ্যারি মিরর গ্রুপ অফ নিউজ পেপার নামক একটি ব্রিটিশ সংবাদ সংস্থার বিরুদ্ধে অনৈতিকভাবে খবর করা এবং তাদের গোপনীয় কথাবার্তা ফোনে আড়িপাতার বিরুদ্ধে বিভিন্ন মামলা করেছিলেন। তবে প্রথম দিনের মামলা শুনানিতে উপস্থিত হননি রাজকুমার হ্যারি।

 

রাজকুমার এর এইরকম আচরণে মোটেই সন্তুষ্ট নন বিচারপতি। হ্যারের আইনজীবী আদালতে জানিয়েছেন যে, রাজকুমারের মেয়ে দু বছরের জন্মদিন নিয়ে ব্যস্ত ছিলেন তিনি, সেই জন্য আদালতে আসতে পারেননি রাজকুমার। মেয়ের জন্মদিন পালন করার জন্য রবিবার রাতে লস এঞ্জেলাস থেকে বেরিয়ে গিয়েছিলেন রাজকুমার হ্যারি, তাই সোমবার দুপুরের মধ্যে কিছুতেই আদালতে পৌঁছাতে পারতেন না তিনি। রাজকুমার হ্যার ির আইনজীবী এই ধরনের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় কোর্ট ও কোর্টের বিচারপতি। কোড আগে জানিয়ে দিয়েছিল যে মঙ্গলবার হাঁড়ির কাছে থাকা প্রমাণ আদালতে জমা দেওয়ার কথা। আর সোমবারে রাজকুমার কোর্টে উপস্থিত না থাকার কারণে কোনটাই সঠিক মত আগায়নি। বিচারপতি ফ্যানকর্ড প্রকাশ্যে সরাসরি সবটা না বললেও বলেছেন যে,”রাজকুমারের এহেনও কর্মে আমি একটু বিস্মিত হয়েছি’”,

Advertisement

আরও পড়ুন-অন্য জাতে ছেলেকে বিয়ে করার অপরাধে অপহরণ করল তার নিজের দাদারাই 

যেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে রাজকুমার হ্যারি অভিযোগ এনেছিলেন সেই মিরর গ্রুপের আইনজীবী এন্ডো গ্রিন বলেন- “নিজের করা মামলার শুনানিতে নিজেই পৌঁছাতে পারলেন না”। রাজকুমারের পাশাপাশি আরও অনেক কয়েকজন সেলিব্রেটি মীরার গ্রুপের বিরুদ্ধে অনৈতিকভাবে খবর সংগ্রহ করায় মামলা করেছিল। অভিযোগ পত্রে বলা হয়েছিল যে 1996 সাল থেকে ২০১১ সাল পর্যন্ত এই সময় সংবাদ সংস্থাটি আইন ভেঙে রাজকুমার হেরের সম্পর্কে বিভিন্ন গোপনীয় তথ্য সংগ্রহ করেছিল, এমনকি রাজকুমারের ফোনে আরও অব্দি পেতেছিল নিয়মিতভাবে।

Advertisement

জীবন ও শিক্ষা :

অভিনীত চলচ্চিত্র :

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.