দেশের খবর
ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আশঙ্কা সত্যি করে বৃহস্পতিবার ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তছনছ হয়ে গিয়েছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। সূত্রের খবর, এখনও পর্যন্ত ইউক্রেনের ৪০ জন সেনা নিহত হয়েছেন।
মৃত্যু হয়েছে ১০ নাগরিকের। অন্যদিকে, ইউক্রেনের দাবি, তাদের আক্রমণে রাশিয়ার ৫০ জন সেনা নিহত হয়েছেন। এদিকে, যুদ্ধের আবহে ইউক্রেনে আটকে পড়েছেন প্রায় ২০ হাজার ভারতীয়। তাঁদের ফেরত আনতে কিয়েভে গিয়েছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। কিন্তু বিমানটিকে ল্যান্ড করতে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে এদিন পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে, সংঘাতের আবহে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানের অনুরোধও পুতিনকে করেছেন তিনি। হিংসা থামানোর আর্জিও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে দেশে ফেরানোর চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে রাশিয়ার রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদি সাহায্যের আর্জি জানিয়েছেন বলেও জানা গিয়েছে।