দেশের খবর
ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা অতিমারী সময়কালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সারা বিশ্বে প্রশংসিত হয়েছিল। দেশের মানুষকে ভরসা দেওয়ার পাশাপাশি বিশ্বের অন্য দেশেও বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত।
এমনকি কোভিশিল্ড এবং কোভ্যাকসিন ভারতের বিজ্ঞানীরা আবিষ্কার করার পর সেই সব ভ্যাকসিন বিশ্বের বেশিরভাগ দেশের কাছে পৌঁছে দিয়েছিলেন। ফলে প্রত্যেক দেশের কাছে তিনি নিজের এবং দেশের সম্মান বাড়িয়েছিলেন। অন্যদেশের পাশাপাশি প্রতিবেশী দেশ ভুটানও বাদ যায়নি। ভুটানে সহযোগিতার হাত বাড়ানোর পাশাপাশি প্রত্যেক মুহূর্তে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাহায্যের জন্যই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মান ‘গাদাগ পেল গি খোরলো’ [Ngadag Pel gi Khorlo] দেওয়ার কথা ঘোষণা করল ভুটান সরকার।
শুক্রবার ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়ানচুক এবং ভুটানের প্রধানমন্ত্রী জানিয়েছেন ভারতের সঙ্গে ভুটানের নিঃশর্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে ভুটানকে বেশকিছু বছর ধরে সাহায্য করে আসছে ভারত। শুধু তাই নয়, করোনা অতিমারীর সময় ভুটানের পাশে দাঁড়িয়েছে ভারত। সেই কারণেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত করা হবে।