বাংলার খবর
বুধবার থেকে রাজ্যে খুলেছে প্রাথমিক, উচ্চ প্রাথমিক স্কুল ও অঙ্গনওয়াড়ি! রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত নাইট কার্ফু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: স্কুল-কলেজের পর এবার প্রায় দু’বছর পর আগামী বুধবার থেকে খুলতে চলেছে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলও। খুলছে অঙ্গনওয়াড়িও। সোমবার নবান্ন থেকে জারি হওয়া করোনার বিধি-নিষেধ নিয়ে নতুন নির্দেশিকায় এমনই নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোভিডবিধি মেনেই স্কুল খুলতে হবে।
তা মানতে কী কী পদক্ষেপ করতে হবে, সে ব্যাপারে বিস্তারিত জানাবে রাজ্য স্কুল শিক্ষা দফতর। ফেব্রুয়ারি মাসের শুরুতেই খুলে দেওয়া হয়েছে অষ্টম শ্রেণি থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। গত সপ্তাহে নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ৫০ শতাংশ উপস্থিত নিয়ে এবং একদিন অন্তর একদিন করে শিশুদের স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার চিন্তা ভাবনা করছে।
এবার সেটাই বাস্তব হতে চলেছে। আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে সমস্ত প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুল এবং অঙ্গনওয়াড়ি স্কুল খোলার কথা ঘোষণা করে দিল রাজ্য সরকার। রাজ্যে জারি থাকা করোনার বিধি-নিষেধের সময়সীমা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। সেইসঙ্গে রাজ্যে কোভিড বিধি-নিষেধও আরও খানিকটা শিথিল করা হয়েছে। কমানো হয়েছে রাত্রিকালীন বিধি-নিষেধ বা নাইট কার্ফুর সময়সীমাও। রাত ১১টার পরিবর্তে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। ১৬ তারিখ থেকে কার্যকর হবে নতুন এই নির্দেশিকা।