বাংলার খবর
প্রাথমিক নিয়োগে অনিয়ম, চাকরি সঙ্কটের আশঙ্কায় প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রাথমিক নিয়োগে অনিয়ম নিয়ে CBI তদন্ত শুরু হতেই একের পর এক আর্থিক লেনদেনের ঘটনা প্রকাশ্যে আসছে৷
বীরভূমের ইলামবাজার থানার জয়দেবের বাসিন্দা আশিষ সিংহ ২০১২ সালে প্রাথমিকে চাকরির জন্য ৯ লাখ টাকা দেন৷ শান্তিনিকেতন থানার রূপপুর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের তৃণমূল নেতা রতন মণ্ডল ওরফে বুদ্ধদেব মণ্ডলকে এই টাকা দিয়েছিলেন বলে অভিযোগ৷
এই রতন মণ্ডল তৎকালীন তৃণমূলের অঞ্চল সভাপতির ঘনিষ্ঠ হিসাবে এলাকায় পরিচিত ছিল৷ এদিন, সেই টাকা ফেরত চেয়ে কার্যত রতন মণ্ডলের পায়ে ধরে আশিষ সিংহ৷ রতন মণ্ডলের পালটা দাবি, তিনি প্রাথমিকে চাকরি দেওয়ার জন্য কোনও রকম টাকা নেননি৷
আরও পড়ুন: কালভার্টের উপর দিয়ে বইছে নদীর জল, সমস্যায় গ্রামবাসীরা
তিনি ধার হিসাবে সেই টাকা নিয়েছিলেন। তিনি তাঁর নিজের মেয়ের প্রাথমিকে চাকরির জন্য ধারের টাকা দিয়েছিলেন নানুরের বাসাপাড়ার তৃণমূল নেতা রফিক শেখকেপ্রকাশ্যে ৷ যদিও, টাকা দিয়েও রতন মণ্ডলের মেয়ের প্রাথমিকে চাকরি হয়নি বলে অভিযোগ।
আরও পড়ুন: ভেঙে পড়েছে ফুটপাত, নজর নেই প্রশাসনের
রফিক শেখও টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন৷ সব মিলিয়ে প্রাথমিকে চাকরির নামে জেলা জুড়ে বহু আর্থিক কেলেঙ্কারির গুঞ্জন উঠছে।