বাংলার খবর
ভার্চুয়াল প্রেমে মান-অভিমান, কালনায় আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সামনাসামনি কোনদিন দেখা হয়নি। গত কয়েক মাস ধরেই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলের মাধ্যমে ভার্চুয়ালিই ভিন রাজ্যের প্রেমিকের সঙ্গে চলছিল প্রেম। সম্প্রতি সেই সম্পর্কের মধ্যেই ঢুকে পড়ে সন্দেহ। প্রায়ই ফোন ব্যস্ত থাকায় ওই কিশোরীর সঙ্গে অন্য কারও সম্পর্ক আছে বলে ধরে নেয় প্রেমিক। তার থেকেই শুরু হয় মান-অভিমানের পালা। আর তার জেরেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হল কালনার বাদলা উচ্চ মাধ্যমিক স্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। মৃত ওই ছাত্রীর নাম কোয়েল রুইদাস। বয়স ১৭। আত্মঘাতী হওয়ার আগে কাপড় দিয়ে গলায় ফাঁস দেওয়ার একটি ছবি সে তার প্রেমিককে পাঠায় বলেও জানা গিয়েছে।
মৃত ওই কিশোরীর বাড়ি মেমারির পাল্লা রোডে হলেও সে কালনার ২ নম্বর ব্লকের বাদলার কুমোড়পাড়ায় মামাবাড়িতেই থাকত সে। আগামী বছরই তার উচ্চমাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। সোমবার দুপুরে স্নান করার জন্য ডাকতে গিয়ে ঘরে কোয়েলের ঝুলন্ত দেহ দেখতে পান তার ঠাকুমা মিলন রুইদাস। কোয়েলের এই প্রেমের সম্পর্কের কথা তারা কেউ জানতেন না বলেই জানিয়েছেন তার মামা চাঁদু রুইদাস। তিনি জানিয়েছেন, ‘ভাগ্নির এই সম্পর্কে কথা আমরা কিছুই জানতাম না। পরে ফোন ঘেঁটে সবকিছু জানতে পেরেছি। তখনই জানতে পারি ওই ছেলেটির নাম সুমিত। সে উত্তর প্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা হলেও বর্তমানে মুম্বইয়ে থাকে। ফোন ঘেঁটেই আমরা জানতে পারি, সন্দেহের কারণে ওই ছেলেটি ভাগ্নির সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। গলায় কাপড় জড়ানোর একটি ছবি ওই ছেলেটিকে পাঠিয়েই আত্মহত্যা করেছে আমার ভাগ্নি।’
অপরদিকে প্রেমিকার মৃত্যুর খবর পেয়ে তার বাড়ির লোকজনকে হোয়াটসঅ্যাপ করে রীতিমতো শাসিয়েছে ওই যুবক। সে কোয়েলের ফোনে হোয়াটসঅ্যাপ মেসেজ লিখেছে, ‘তোমরা ওকে মেরে ফেলেছ। আমি তোমাদের কাউকে ছাড়ব না।’ খবর পেয়ে বাড়িতে পৌঁছে ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কালনা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।