দেশের খবর
BIG Breaking: NDA প্রার্থীতেই ভরসা, রাইসিনা হিলের উত্তরসূরি হলেন দ্রৌপদী মুর্মু

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। কে হবেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। কে এগিয়ে থাকবেন রাইসিনা হিলের গদি দখলের লড়াইয়ে। সকাল থেকে সব জল্পনা, কল্পনার অবসান ঘটিয়ে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল তথা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু। NDA-দের হাত ধরে প্রথম আদিবাসী রাষ্ট্রপতি পেল ভারত।
গত ১৮ জুলাই দিল্লির সংসদ ভবন সহ সব রাজ্যের বিধানসভায় হয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। পূর্ব ঘোষণা মতোই ২১ জুলাই ছিল ফল প্রকাশের দিন। আর এদিন রাষ্ট্রপতি নির্বাচনের ফল বেরোতেই দেখা গেল যশবন্ত সিনহাকে পিছনে ফেলে রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে থাকলেন দ্রৌপদী মুর্মু। রামনাথ কোবিন্দ অধ্যায়ের শেষ। ভারতের পরবর্তী রাষ্ট্রপতি হলেন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি দ্রৌপদী মুর্মু।
If I include the earlier results of Parliament, the grand total so far is 1,886 valid votes valued at 6,73,175 out of which Droupadi Murmu gets 1,349 votes valued at 4,83,299. Yashwant Sinha gets 537 votes, valued at 1,89,876 so far: PC Mody, Secretary General, Rajya Sabha pic.twitter.com/Jw9qLheobl
— ANI (@ANI) July 21, 2022
নির্বাচনে জয়ী হতে কমপক্ষে যত ভোটের প্রয়োজন তা টপকে গিয়েছেন দ্রৌপদী মুর্মু। ফলে দেশের পরবর্তী রাষ্ট্রপতি তিনিই যে হতে চলেছেন তা পরিষ্কার হয়ে গিয়েছে। এবারে রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩ হাজার ২১৯। যার মোট পয়েন্ট ৮ লক্ষ ৩৮ হাজার ৮৩৯। রাজ্যসভা সচিবালয় সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী, এনডিএ জোট প্রার্থী দ্রৌপদী মুর্মু পেয়েছেন ২ হাজার ১৬১ ভোট। যার মোট ভ্যালু ৫ লক্ষ ৭৭ হাজার ৭৭৭। বিরোধী শিবিরের প্রার্থী যশবন্ত সিনহা পেয়েছেন ১ হাজার ৫৮ ভোট। যার ভ্যালু ২ লক্ষ ৬১ হাজার ৬২। প্রায় ৭২ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী মুর্মু। জানা গিয়েছে, ১৫টি ভোট বাতিল হয়েছে। এবং সূত্রের খবর, দ্রৌপদী মুর্মুর পক্ষে ১৭টি ক্রস ভোট হয়েছে।