'দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না' , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির
Connect with us

আন্তর্জাতিক

‘দয়া করে সন্তানদের যুদ্ধে পাঠাবেন না’ , ভিডিয়ো বার্তায় কাতর আর্জি জেলেনস্কির

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অব্যাহত দুই দেশের সংঘাত। গত ২৪ ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধে প্রাণ হারিয়েছেন বহু নিরাপরাধ নাগরিক। সন্তানকে যুদ্ধে পাঠিয়ে পরস্পর দুই দেশের ঘাত-প্রতিঘাতে কোল খালি হয়ে যাচ্ছে বহু মায়ের। দিন যত যাচ্ছে ততই পরিস্থিতি স্বাভাবিকের বদলে উদ্বেগজনক হয়ে পড়ছে।

শুধু তাই নয়, রুশ হামলার হাত থেকে প্রাণে বাঁচতে ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিচ্ছেন বহু ইউক্রেনীয় নাগরিক। রাষ্ট্রপুঞ্জের হিসেব বলছে, বাস্তুছাড়া এই সমস্ত ইউক্রেনীয়দের সংখ্যা বর্তমানে প্রায় ১৫ লাখ ছাড়িয়েছে। রাশিয়া অবিলম্বে যুদ্ধ বন্ধ না করলে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন রাষ্ট্রপুঞ্জের প্রধান।

আর দেশের এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে সন্তানকে যুদ্ধে না পাঠানোর জন্য কাতর আর্জি জানাচ্ছেন খোদ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিন একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, ‘আমরা খুব সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। দয়া করে আপনাদের সন্তানকে আর যুদ্ধে পাঠাবেন না। যুদ্ধ থামাতে সাহায্য করুন।”

Advertisement

আরও পড়ুন: Russia Ukraine Conflict: মুহুর্মুহ ভেসে আসছে গোলাগুলির শব্দ, নতুন ভোরের আশায় দিন গুনছে ওঁরা

শুক্রবার ওই ভিডিয়ো বার্তায় ঠিক এই ভাষাতেই রাশিয়ান মায়েদের কাছে কাতর অনুরোধ জানান জেলেনস্কি। এছাড়াও তিনি তাঁদের প্রতি কাতর আহ্বান জানিয়ে বলেন, ”তাঁরা যেন এই প্রতিশ্রুতিতে বিশ্বাস না করে যে, তাঁদের সন্তানদের প্রশিক্ষণের জন্য অন্য কোথাও পাঠানো হবে। অন্য কোথাও নয়, তাঁদেরকে ইউক্রেনে পাঠিয়ে দেওয়া হচ্ছে যুদ্ধ করার জন্য।”

আরও পড়ুন: বিলেতের মাটিতে বাংলার জয়, রেল সাইনবোর্ডে বাংলায় লেখা হল স্টেশনের নাম

Advertisement

প্রসঙ্গত, টানা ১৭ দিন ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই টানাপোড়েনের জেরে মহাবিপদে পড়েছেন ইউক্রেনীয় নাগরিকরা। রুশ হামলার হাত থেকে প্রাণে বাঁচতে দেশ ছাড়ছেন হাজার-হাজার মানুষ। শরণার্থী হিসেবে তাঁদের আশ্রয় দেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ রোমানিয়া,হাঙ্গেরি, পোল্যান্ডের বর্ডার।