দেশের খবর
বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কিংবদন্তি সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ীর প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার প্রধানমন্ত্রী লিখেছেন, ‘বাপ্পি লাহিড়ীর সংগীত সুন্দরভাবে আবেগ প্রকাশ করে। বিভিন্ন প্রজন্মের মানুষ তাঁর সংগীতের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারে। প্রাণবন্ত এই মানুষটির অভাব অনুভূত হবে।
বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকাহত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’ ভারতীয় সঙ্গীত জগতে একের পর এক নক্ষত্রপতন। বুধবার মুম্বইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী সুরকার-গায়ক বাপি লাহিড়ী। বয়স হয়েছিল ৬৯ বছর। পরিবার সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন এই সঙ্গীত পরিচালক। ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। সেখান থেকে তাঁকে সোমবার ছেড়েও দেওয়া হয়। কিন্তু মঙ্গলবার ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকদের লড়াই ব্যর্থ করে প্রয়াত হন বাপ্পি দা। ২০২০ সালে ‘বাগী ৩’ ছবিতে শেষবার কাজ করেছেন তিনি। মঙ্গলবারই প্রয়াত হয়েছেন কিংবদন্তী সংগীত শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই চলে গেলেন বাপ্পি লাহিড়ীও।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন, ‘কিংবদন্তি সুরকার ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ী (অলোকেশ লাহিড়ি)-র প্রয়াণে আমি গভীর শোকপ্রকাশ করছি। তিনি আজ মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৬৯ বছর। উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপ্পি লাহিড়ী অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন। দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দি, বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড়-সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুর দিয়েছেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। ওঁর পরিবার ও অনুরাগীদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি।
‘ আজ অর্থাৎ বুধবার জনসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রবীন্দ্রসদনে শায়িত রাখা হয়েছিল আরেক কিংবদন্তি শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের দেহ। সেখানে বাপ্পি লাহিড়ীর ছবিও রাখা হয়েছিল। বিকেলে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পাশাপাশি বাপ্পি লাহিড়ীকেও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ টুইটারে শোকবার্তায় বলেছেন, ‘বাপ্পি লাহিড়ী এক জন অসামান্য সঙ্গীতশিল্পী এবং সুরকার ছিলেন। দেশের বাইরেও তাঁর গান খুবই জনপ্রিয় ছিল। তাঁর গানগুলিতে তারুণ্যের পাশাপাশি প্রাণ জুড়োনো সুরও ছিল। তাঁর গানগুলি দীর্ঘ সময় ধরে মানুষকে মুগ্ধ করবে।’ স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘কিংবদন্তি গায়ক এবং সুরকার বাপ্পি লাহিড়ীর মৃত্যুসংবাদে আমি শোকাহত। তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি করেছে। বাপ্পিদা তাঁর বহুমুখী গানের প্রতিভা এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন।’