বাংলার খবর
নেতাজি ইন্ডোরে জোর কদমে চলছে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আর একদিন পরই অর্থাৎ আগামী ২ ফেব্রুয়ারি বুধবার তৃণমূলের সাংগঠনিক নির্বাচন হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেই নিয়ে প্রস্তুতি তুঙ্গে। জানা গিয়েছে, এই সাংগঠনিক নির্বাচনে মোট ১ হাজার ৫০০ জন উপস্থিতি থাকবেন। পাশাপাশি, পুলিশ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও হাজির থাকবেন।
১ হাজার ৫০০ জনের মধ্যে সাংগঠনিক নির্বাচনে দলের ৮০০ জন ভোটার যেমন থাকবেন, ঠিক তেমনই পাশাপাশি থাকবেন দলের আরও ৭০০ জন নেতা। ইতিমধ্যেই ১ হাজার ৫০০ প্রতিনিধির বসার বন্দোবস্ত করা হয়েছে করোনা বিধি-নিষেধ মেনে। জানা গিয়েছে, যেসব প্রতিনিধিরা সেদিন আসবেন তাঁদের প্রত্যেকের জন্য মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। একইসাথে কোভিডের কারণে এবার মঞ্চসজ্জাতেও বদল আনা হয়েছে।
সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের যাবতীয় প্রস্তুতি দেখভালের দায়িত্বে ছিলেন কলকাতা পুরসভার দুই মেয়র পারিষদ সন্দীপরঞ্জন বক্সী ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। পাশাপাশি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচনের প্রস্তুতি দেখতে আসেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সবমিলিয়ে তৃণমূলে এই মুহূর্তে সাজো সাজো রব সাংগঠনিক নির্বাচনকে ঘিরে।