পুরভোট: কলকাতার মন পেতে ইস্তেহারে একাধিক চমক কংগ্রেসের
Connect with us

বাংলার খবর

পুরভোট: কলকাতার মন পেতে ইস্তেহারে একাধিক চমক কংগ্রেসের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাম সঙ্গ ত্যাগ করে এবার কলকাতা পুরভোটে একাই লড়ছে কংগ্রেস। তার আগে শুক্রবার একগুচ্ছ প্রতিশ্রুতি নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। মূলত বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে শহরের উন্নয়নের বার্তা দিয়েছে হাত শিবির।

রয়েছে বস্তি উন্নয়ন, পরিবেশ ও পরিকাঠামোগত উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষার মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। শুধু তাই নয়, সরকারি স্কুলগুলিকে স্মার্ট স্কুলে রূপান্তরিত করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে। কর্মসংস্থানের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, পুরবোর্ড গঠন করলে যুব সম্প্রদায়ের কর্মসংস্থানে বিশেষ জোর দেবে তারা। কলকাতা পুরসভায় ২৮ হাজার শূন্য পদ দু’বছরের মধ্যে পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে হাত শিবির। চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণের কথাও বলা হয়েছে। শুক্রবার সাংবাদিক বৈঠকে ইস্তেহারে প্রকাশ করতে গিয়ে কলকাতার হকার সমস্যার কথাও তুলে ধরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী।

কলকাতায় পানীয় জলের ব্যবস্থা ও জল জমার সমস্যার বিষয়ে এদিন শাসকদলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। কয়েকদিন আগেই নির্বাচনী ইস্তেহারে শহরের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে বামেরা। শ্রমজীবীদের জন্য রাতের আস্তানা, ক্যান্টিন চালু থেকে শুরু করে দূষণ কমাতে শহরে সিএনজি বাস চালু, কলকাতায় Abuse Resistance Team-এর কিয়স্ক-এর প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেসের একসময়ের জোট সঙ্গী। উল্লেখ্য, শনিবার তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশিত হবে।

Advertisement