দেশের খবর
হিংসা ছড়ানোয় অভিযুক্তদের সম্পত্তি ধ্বংস, বুলডোজার চলল যোগী রাজ্যে!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বুলডোজার চালিয়ে ফের হিংসা দমনের কাজ শুরু করল যোগী সরকার। নোটিস পাঠিয়ে বাড়ি খালি করার নির্দেশ দিয়েছিল প্রয়াগরাজ উন্নয়ন কর্তৃপক্ষ (পিডিএ)৷ জানিয়েছিল, ১২ জুন সকাল ১১টার মধ্যে বাড়ি খালি করে দিতে হবে৷ সেই সময়ই সরকারের তরফে বুলডোজার চালানোর ‘হুঁশিয়ারি’ দেওয়া হয়েছিল। সেই মতো আজ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, সহারানপুর ও কানপুরে হিংসা ছড়ানোয় অভিযুক্তদের সম্পত্তি ধ্বংস করার কাজ শুরু করল যোগীর প্রশাসন।
উল্লেখ্য, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যজুড়ে ২৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৭ টি জেলা থেকে গ্রেফতার হয়েছে বিক্ষোভকারীরা। সূত্রের খবর হাথরস থেকে গ্রেপ্তার হয়েছে ৫০ জন। প্রয়াগরাজ থেকে গ্রেপ্তার হয়েছে ৬৮ জন। তাদের ২৯ টি ধারায় মামলা দিয়েছে পুলিশ।
এদিকে এরই মাঝে উত্তরপ্রদেশের দেওরিয়ার বিজেপির বিধায়ক শলভমনি ত্রিপাঠী একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে পুলিশ লাঠি দিয়ে কয়েকজনকে মারছে। ভিডিয়োর সময়, কাল, পাত্র নিয়ে কোনও স্পষ্ট ধারণা নেই কারোর। তবে ভিডিয়োটি শেয়ার করে বিজেপি বিধায়ক ক্যাপশনে লেখেন, ‘বিদ্রোহীদের রিটার্ন গিফট।’ এই ভিডিও নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে।