মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতের টুইটে জল্পনার ঝড়
Connect with us

দেশের খবর

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন উদ্ধব ঠাকরে, সঞ্জয় রাউতের টুইটে জল্পনার ঝড়

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মহাসঙ্কটে মহারাষ্ট্রের রাজনীতি। মধ্যপ্রদেশ,কর্ণাটকের পর তাহলে কী এবার উদ্ধব ঠাকরের রাজ্যে থাবা বসাতে চলেছে BJP! সূত্র মারফৎ তেমন ইঙ্গিত মিললেও জল্পনার অবসান এখনই ঘটছে না।

এরই মধ্যে মহা রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে শিবসেনা দলের সাংসদ তথা মুখপাত্র সঞ্জয় রাউতের একটি টুইট। এদিন সকালে একনাথ শিন্ডের সঙ্গে ফোনে কথা বলার পরই তাৎপর্যপূর্ণ টুইট করেন রাউত। টুইটে তিনি বলেন, ”মহারাষ্টের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট বিধানসভা ভেঙ্গে দেওয়ার দিকে এগোচ্ছে। এখন যা পরিস্থিতি তাতে বড়জোড় বিধানসভা ভেঙে যেতে পারে”। তাহলে কি এবার মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন উদ্ধব ঠাকরে! সূত্র মারফত তেমনটাই ইঙ্গিত মিলছে।

এদিকে আজ দুপুর ১’টায় NCP বিধায়কদের সঙ্গে বৈঠকে বসবেন মহারাষ্টের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। বৈঠকে থাকবেন শরদ পাওয়ার, কমলনাথ সহ কংগ্রেস নেতৃত্বরা। বিকেল ৫টায় শিবসেনার সাংসদ-বিধায়কদের নিয়ে বৈঠক করবেন তিনি।

আরও পড়ুন: প্রার্থী দ্রোপদীকে জেড প্লাস নিরাপত্তা কেন্দ্রের, জানুন সাঁওতাল কন্যার অজানা তথ্য

Advertisement

উল্লেখ্য, ৪০ জন বিধায়ককে সঙ্গে নিয়ে বিজেপি শাসিত অসমে গিয়ে উঠেছেন একনাথ শিন্ডে। শিবসেনার আরও ২ বিধায়ক আজ গুয়াহাটি যাচ্ছেন বলে সূত্র মারফৎ খবরে জানা গিয়েছে। সবমিলিয়ে মোট ৪৬ জন বিধায়ক রয়েছেন একনাথ শিন্ডের সঙ্গে। যদিও তিনি দল ছাড়ছেন কি-না তা এখনও পরিস্কার নয়। বুধবার সকালেও তিনি বলেন, ”বালাসাহেবের আদর্শে চলি আমরা। শিবসেনা দলের সঙ্গে এখনও আমার সম্পর্ক রয়েছে। শিবসেনার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে দেওয়ার কোনও প্রশ্নই নেই”।

আরও পড়ুন: BJP শাসিত অসমে একনাথ শিন্ডে, টলমলে রাজ্যপাট সামলাতে বৈঠক ডাকলেন উদ্ধব ঠাকরে

এদিকে বুধবার সকালে শিবসেনার বিদ্রোহী বিধায়কদের গুয়াহাটি বিমানবন্দর থেকে নিয়ে আসতে যান বিজেপি নেতা পল্লব লোচন দাস ও সুশান্ত বর্গেহানি শিন্ডে। শুধু তাই নয়, এদিন একনাথ শিন্ডে সহ বাকি বিধায়করা সোজা গুয়াহাটির এক পাঁচতারা হোটেলে গিয়ে ওঠেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য সমস্ত কিছু ভালোভাবে দেখভালের নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.