বাংলার খবর
হাসপাতালের ছাদে রান্না হল হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি! বিজেপির বিরুদ্ধে ভোট প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রবিবার কোলকাতা পুরভোট শুরু হতেই সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে দফায় দফায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। এরই মধ্যে উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডের জেএন রায় আয়ুর্বেদিক হাসপাতালের ছাদে রান্না হচ্ছিল হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি! সেই বিরিয়ানি এজেন্ট, কর্মী-সমর্থকদের পাশাপাশি ভোটারদের মধ্যে বিলি করে তাঁদের প্রভাবিত করার চেষ্টা চলছে বলে সকালে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছে তৃণমূল।
খবর পেয়েই সেখানে পৌঁছন ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। তারপরই ওই হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভে বসেন তৃণমূলের কর্মীরা। তাদের দাবি, ওই হাসপাতালে বহিরাগতদের এনে রেখেছে বিজেপি। যদিও তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী অমিয় হাজরার দাবি, এর সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই। যে ক্যাটারিং সংস্থা বিরিয়ানি রান্না করছিল, তার কর্ণধার তখন মহাপাত্র জানিয়েছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সজল ঘোষ এই বিরিয়ানির অর্ডার দিয়েছেন। হাসপাতালের ২৬ জন রোগী এবং ১৫০ জন কর্মীর জন্যই রান্না হচ্ছে এই বিরিয়ানি। যাঁর বিরুদ্ধে অভিযোগ, সেই সজল ঘোষ কটাক্ষের সুরে জানিয়েছেন,’ আরে বিরিয়ানিই তো রান্না হচ্ছে।
কোনও বিস্ফোরক তো নয়। এতে তো কারও কোনও অসুবিধা হওয়ার কথা নয়। আমি তো ৫০ নম্বর ওয়ার্ডের প্রার্থী। ২৮ নম্বর ওয়ার্ডের ভোট করতে যাব কেন। ভোট প্রভাবিত করা বিজেপির সংস্কৃতি নয়।’ তবে তৃণমূল সেই দাবি মানতে নারাজ। তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী বলেছেন, ‘উত্তর কলকাতায় সব বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি। যেখানে এজেন্ট দেওয়া সম্ভব হয়েছে, সেই সব ওয়ার্ডে বিরিয়ানি পাঠানোর জন্য এই ব্যবস্থা করা হয়েছে।’