দেশের খবর
আবারও বৃষ্টিতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে আলু চাষিরা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রায় প্রতি মাসেই নিয়ম করে দেখা মিলছে বৃষ্টির। পশ্চিমী ঝঞ্ঝার কারণে গত মঙ্গল ও বুধবার রাজ্যজুড়ে হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। যার কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে চাষিদের। বৃহস্পতিবার বাঁকুড়ার সোনামুখী ব্লক জুড়ে এমনই ছবি।
দেখা যাচ্ছে আলু জমিতে জমে রয়েছে জল এবং সেই জল চাষিরা জমি থেকে বের করার চেষ্টা করছেন। কিন্তু জমির সমস্ত জল বের করা সম্ভব হচ্ছে না চাষীদের পক্ষে। স্বাভাবিক ভাবেই আলুতে পচন ধরার আশঙ্কা করছেন আলু চাষিরা। ফলে আলু নষ্ট হলে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাঁদের। অনেক চাষি রয়েছেন যাঁরা আর্থিক ঋণ করে আলু চাষ করেছেন। এখন সেই আলু নষ্ট হলে আগামী দিনে সেই ঋণ কীভাবে শোধ করবেন, তাই ভেবেই রাতে ঘুম ছুটেছে তাঁদের। তবে শুধুমাত্র আলু নয়, শীতকালীন তৈলবীজ সরষের পাশাপাশি সবজির মধ্যে রয়েছে ফুলকপি, পালং শাক।
অরবিন্দ মন্ডল নামে এক কৃষক জানিয়েছেন, ‘বৃষ্টির কারণে আগেও আলুতে পচন ধরেছিল এবং পুণরায় সেই জমিতে আলু চাষ করা হয়েছে। কিন্তু আবারও আলু নষ্টের মুখে। আগামী দিনে কীভাবে ছেলেমেয়েদের নিয়ে সংসার চলবে, তা বুঝে উঠতে পারছি না।’ এ বিষয়ে সোনামুখী কৃষিবিজ্ঞান কেন্দ্রের কার্যকরী সঞ্চালক ডক্টর মৌমিতা দে গুপ্তও এতে কৃষকদের ক্ষতি হবে বলে জানান। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আবহাওয়া যা, তাতে আলুতে নাবি ধসা লাগার সম্ভাবনা রয়েছে। তাই আলু চাষিদের আলুতে প্রয়োজনীয় পরিচর্যা নিতে হবে।’