চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয়লাভ, সংসদে প্রবেশ করতেই উঠল 'মোদি' শ্লোগান
Connect with us

দেশের খবর

চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয়লাভ, সংসদে প্রবেশ করতেই উঠল ‘মোদি’ শ্লোগান

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয় লাভ করেছে বিজেপি শিবির। আর তারপরই এই জয়ের উচ্ছ্বাস সকলের সঙ্গে ভাগ করে নিতে শুক্রবার দু’দিনের সফরে গুজরাটের (Gujrat) আহমেদাবাদে (Ahmedabad) যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে রোড-শো এর পাশাপাশি তাঁর মায়ের সঙ্গেও দেখা করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)

এদিকে দু’দিনের সফর শেষ করে সোমবার লোকসভায় ঢুকতেই সংসদ চত্বর ভরে উঠল ‘মোদি-মোদি’ শ্লোগানে। এদিন সকালে নমো সংসদে ঢুকতেই নিজেদের আসন ছেঁড়ে উঠে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী মোদির নামে জয়ধ্বনি দিতে থাকেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এমনকি সংসদ চত্বরে মোদি শ্লোগান ওঠায় তাঁকে দেখে খুশি হন লোকসভার স্পিকার ওম বিড়লাও (Om Birla)।

আরও পড়ুন: ক্লাসে ফোন নিয়ে আসার অপরাধ, ক্ষমা চাইতে বলায় আত্মঘাতী পড়ুয়া

Advertisement

উল্লেখ্য, আজ সোমবার সংসদে শুরু হবে লোকসভার বাজেটের দ্বিতীয় অধিবেশন। আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জন্মু কাশ্মীর (Jammu Kashmir) নিয়ে সংসদে বাজেট পেশ করবেন। এছাড়াও আদিবাসী- সংখ্যালঘু গোষ্ঠীদের জন্য বিভিন্ন বিল পাশ করানো হবে লোকসভায়। যদিও সংসদের এই বাজেট অধিবেশনের মধ্যেই বিরোধিরা লোকসভায় রাশিয়া-ইউক্রেনের (Russia Ukraine War) বিষয়টি সরকারকে গুরুত্ব সহকারের দেখার জন্য দাবি জানাবেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: Covid 19: বারাক ওবামার দ্রুত সুস্থতা কামনায় টুইট নমোর

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Prime Minister Narendra Modi welcomed by the BJP MPs in Lok Sabha, amid chants of &quot;Modi, Modi&quot;, following the party's victory in assembly elections in Goa, Manipur, Uttarakhand, and Uttar Pradesh. <a href=”https://t.co/IZuF36mDNB”>pic.twitter.com/IZuF36mDNB</a></p>&mdash; ANI (@ANI) <a href=”https://twitter.com/ANI/status/1503253607407558659?ref_src=twsrc%5Etfw”>March 14, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দেশের চার রাজ্য উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া এবং মণিপুরের ভোটের ফল প্রকাশিত হয়েছে। পাঞ্জাব (Punjab) বাদে বাকি চার রাজ্যে ব্যাপক মার্জিনে জয়লাভ করেছে বিজেপি। এদিকে গোয়াতেও ৪০টির মধ্যে ২০টি সিট পেয়েছে বিজেপি। খুব শীঘ্রই সেখানে বিজেপি (BJP) সরকার গঠন হতে চলেছে।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.