ভাইরাল খবর
বন্ধ হতে চলেছে জনপ্রিয় টিভি সিরিয়াল মিঠাই। অসুস্থ মিঠাই নিজেই জানালেন এ খবর

বেঙ্গল এক্সপ্রেস: Zee বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক মিঠাই। ধারাবাহিক মিঠাই শেষ হতে চলেছে এই কথা ইতিমধ্যে মিঠাই রানীর ভক্তদের কাছে পৌঁছে গেছে। আর এই আপডেট ধারাবাহিকের নায়িকা মিঠাই ওরফে অভিনেত্রীর সৌমিতৃষা কুন্ডু নিজেই জানিয়েছেন।
আরও পড়ুন- মেয়েকে সময় না দিতে পারায় অভিনয় জগত থেকে সরে যাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা
মিঠাই ওরফে সৌমিতৃষা কুন্ডু এখন অসুস্থ, তাই তিনি শুটিং করতে পারছেন না। আর এই অসুস্থতার কারণেই তিনি ছুটি চেয়েছেন। এই খবর ভক্তদের যেন আরো চমকিয়ে তুলেছে। এখন ভক্তদের প্রশ্ন, “তাহলে কি আমরা আর মিঠাই কে দেখতে পাবো না”। আরো বিভিন্ন ধরনের প্রশ্ন ভক্তদের। কবে ঠিক হবেন নায়িকা, কবে দেখতে পাবো তাকে, নতুন কোন ধারাবাহীকে তাকে দেখতে পাবো কিনা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু নায়িকা ভক্তদের আশ্বাস দিতে বলেন যে। মিঠাই এই মাসের শেষ শুটিং ৩১ তারিখ অবধি হবে।