কনট্র্যাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না! আইপ্যাককে আবারও কটাক্ষ কল্যাণের
Connect with us

বাংলার খবর

কনট্র্যাক্টর দিয়ে রাজনৈতিক দল চলে না! আইপ্যাককে আবারও কটাক্ষ কল্যাণের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আবারও প্রশান্ত কিশোরের সংস্থা ‘আইপ্যাক’ কে নিয়ে কটাক্ষ করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত রবিবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘প্রার্থীদের জেতাতে ময়দানে আইপ্যাককে দেখা যাচ্ছে না, আমাকেই খাটতে হচ্ছে।’

আর সোমবার বললেন, আইপ্যাকের জন্যই এত নির্দল প্রার্থী হয়েছে। সোমবার শ্রীরামপুরে দলীয় প্রার্থীদের হয়ে পৌর ভোটের নির্বাচনী প্রচারে বেড়িয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এই পৌর নির্বাচনে এত নির্দল হয়ে দাঁড়ানোর দুটো কারণ রয়েছে। আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই অনেককেই গত জুন-জুলাই মাসে প্রশাসক মন্ডলীর সদস্য করা হয়েছিল। আমি এতদিনের সাংসদ, এতদিন ধরে কাজ করছি, তবুও আলোচনাই করল না।আইপ্যাকের রিপোর্টের ভিত্তিতে কলকাতার কোনও নেতার সুপারিশেই সবকিছু হয়ে গেল। আজ সেই সদস্যদের প্রায় পঞ্চাশ শতাংশ নির্দল প্রার্থী হয়ে দাঁড়িয়েছে।

কারা সদস্য হচ্ছে, সেই সময় যদি দিদি, সুব্রত বক্সী এবং পার্থ চট্টোপাধ্যায় এই ব্যাপারগুলো দেখতো তাহলে হয়তো আজ এই পরিস্থিতি সৃষ্টি হতো না। আইপ্যাকের লোকগুলো যেখানেই গিয়ে সার্ভে করেছে, সেখানেই আট-দশজনকে বলে দিয়েছে, আপনারাই প্রার্থী হবেন। আপনারা বিস্তারিত দিন। অদ্ভুত ব্যাপার। আইপ্যাকের ঠেলায় আমাদের জান বেরিয়ে যাচ্ছে। রাজনৈতিক দল, তা দলের মতো চলবে। কনট্র্যাক্টর রাখলে রাজনৈতিক দল চলে না।এখানে আইপ্যাকের ছেলেটাকে খুঁজছি। পেলে একবার সুন্দর করে পালিশ করে দিতাম। এই ঘটনা সমস্ত জেলায় আছে। আমার নাম, বদনাম- যাই বলুন আছে।আমি মুখ দিয়ে বলেফেলি।অনেকে বলতে পারছে না, ঢোক গিলে আছে। ভেতরে বারুদ আছে কিন্তু।’

Advertisement