Uncategorized
ডাক্তারের স্টিকার লাগানো গাড়িতে মদ পাচার রুখলো পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ডাক্তার স্টিকার লাগানো গাড়িতে চোলাই মদ পাচারের অভিযোগে গ্রেফতার করা হল দু’জনকে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সাধন মণ্ডল ও অমল হালদার। ধৃত সাধনের বাড়ি জেলার ভাতার থানার বসতপুর গ্রামে।
সে নিজেকে ডাক্তার বলে লোকজনকে পরিচয় দিত। অপর ধৃত অমল ওই চোলাই মদবাহী গাড়িটি চালাচ্ছিলেন। তাঁর বাড়ি মঙ্গলকোটের সুরুলিয়ায়। পুলিশের দাবি, ধৃতদের ব্যবহৃত গাড়িটি থেকে প্রায় ৬০ লিটার চোলাই মদ উদ্ধার হয়েছে। গাড়িটির প্রকৃত মালিক কে, তা জানার চেষ্টা চলছে। সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে পুলিশ মঙ্গলবার দুই ধৃতকে পেশ করে কাটোয়া মহকুমা আদালতে। বিচারক দু’জনকেই জেল হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মঙ্গলকোট থানার গুসকরা নতুনহাট রোডে নাকা চেকিং চলছিল। ওই সময়েই ডাক্তার স্টিকার লাগানো গাড়িটি গুসকরার দিকে যাচ্ছিল। ডাক্তার স্টিকার লাগানো থাকলেও পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশি চালানোর সময়েই চক্ষু চড়কগাছ হয়ে যায় পুলিশ কর্মীদের। তাঁরা দেখেন, গাড়িতে থাকা একাধিক ব্যাগের মধ্যে ভরা রয়েছে চোলাই মদ ভর্তি প্লাস্টিকের জার। এরপর আর একমুহহূর্ত দেরি না করে পুলিশ ওই গাড়ি ও দুই আরোহীকে ধরে থানার নিয়ে যায়। জেরায় ধৃতরা স্বীকার করে, পুলিশের নজর এড়াতেই তারা চোলাই মদ পাচারের জন্য চারচাকা গাড়িতে ডাক্তার স্টিকার লাগিয়েছিল।