বাংলার খবর
ফরাক্কা থেকে প্রচুর বেআইনি আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে ফরাক্কার জিগরী মোড় সংলগ্ন থেকে একজনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হয়। ধৃতের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি কার্তুজ উদ্ধার করেন ফরাক্কা থানার পুলিশ। ধৃত ওই ব্যক্তির নাম ভরত মন্ডল। বাড়ি ফরাক্কার ভবানীপুর। ধৃতকে ব্যক্তিকে বুধবার জঙ্গিপুর আদালতে তোলে ফরাক্কা থানার পুলিশ।
অন্যদিকে ফের বিধাননগরে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি। গ্রেফতার এক দুষ্কৃতী। রাহুল দাস নামের এক দুষ্কৃতীকে গ্রেফতার করল লেকটাউন থানার পুলিশ। মঙ্গলবার লেকটাউন তেঁতুল তলা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এর আগে এলাকার একাধিক সন্ত্রাস ছড়ানোর ঘটনায় নাম ছিল এই ব্যক্তির। বুধবার অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতের কাছে আগ্নেয়াস্ত্রগুলি কোথা থেকে এলো তা ক্টাখতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে লেক টাউন থানার পুলিশ।
আরও পড়ুন: বিধানসভায় নিজের চেম্বারে ঢুকতে পারবেন না শুভেন্দু, বন্ধ হল ভাতা
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর হয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। যারফলে ফের ছয় দিনের মাথায় ১১ টি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, ইটাহার থানার মারনাই অঞ্চলের গোপিবাটি গ্রামে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ইটাহার থানার পুলিশ। কীভাবে এতগুলো বোমা এখানে এলো তা খতিয়ে দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: বেআইনি অস্ত্র উদ্ধারে তৎপর প্রশাসন, বাজেয়াপ্ত প্রচুর তাজা বোমা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটাহার থানার মারনাই গ্রাম পঞ্চায়েতের গোপিবাটি গ্রামের মধুবন গ্রামীণ সড়কের ধারে দুটি ব্যাগ দেখতে পান গ্রামের মানুষেরা। খবর দেওয়া হয় ইটাহার থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটাহার থানার পুলিশ। পুলিশ এসে দেখে ওই দুটি ব্যাগের মধ্যে ১১ টি বোমা রয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপার চাঞ্চল্য ছড়িয়ে পরে।