বাংলার খবর
রাজ্যসড়কের ধার থেকে উদ্ধার ৪ যুবকের ক্ষতবিক্ষত দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সোমবার সকালে অজ্ঞাত পরিচয়ের চারজন যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কে। স্থানীয়দের তরফে খবর পেয়ে এদিন সকালে ওই চার যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে পুলিশ। পরে দেহগুলি ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তবে কি কারণে একসঙ্গে চারজনের মৃত্যু হল তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে অজ্ঞাত পরিচয় ওই চার যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের বড়য়ায়। মুর্শিদাবাদ কান্দি মহকুমার বড়ঞা থানা এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটে কান্দি সাঁইথিয়া রাজ্য সড়কের উপর খোরজুনা গ্রাম পঞ্চায়েত অফিস সংলগ্ন মাঠে। সোমবার সকালে এলাকার কৃষকরা মাঠে চাষ করতে গিয়ে প্রথম মৃতদেহগুলি দেখতে পান এবং পরে তাঁরাই পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ময়না তদন্ত করার জন্য পাঠায়।
আরও পড়ুন: ক্লাসে ফোন নিয়ে আসার অপরাধ, ক্ষমা চাইতে বলায় আত্মঘাতী পড়ুয়া
তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পথ দুর্ঘটনায় সম্ভবত মৃত্যু হয়েছে ওই চার যুবকের। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোটর বাইক। তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা নিয়েও ধন্দে রয়েছে পুলিশ। যদিও এই ঘটনায় এলাকার বাসিন্দাদের অভিযোগ, পথ দুর্ঘটনা নয় অন্য কোথাও এই যুবকদের পিটিয়ে খুন করে এই এলাকায় ফেলে দেওয়া হয়েছে। কারণ দুর্ঘটনা হলে চারটি মৃতদেহ বিভিন্ন জায়গায় কালভার্ট এর নিচে ছড়িয়ে-ছিটিয়ে থাকত। এছাড়াও সত্যিই যদি কোনও দুর্ঘটনা ঘটে থাকত তাহলে রাতের টহলদারি পুলিশ নিশ্চয়ই এর খবর পেত। পুরো বিষয়টি রহস্যজনক বলে দাবি স্থানীয় গ্রামবাসীদের।
আরও পড়ুন: পুরুষাঙ্গ রয়েছে স্ত্রীর, সুবিচার চেয়ে আদালতের দ্বারস্থ স্বামী
অপরদিকে চারজন যুবকের মৃতদেহ উদ্ধার হতেই ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয় এলাকায়। পাশাপাশি গ্রামের মানুষ চাই পুলিশ তদন্ত করলে সব কিছু প্রকাশ্যে আসবে। অপরদিকে এই ঘটনার পর সোমবার সকাল থেকেই কান্দি সাঁইথিয়া রাজ্য সড়ক বহুক্ষণ যানজটের ফলে অবরুদ্ধ হয়ে থাকে।