বাংলার খবর
চাষের জমি থেকে উদ্ধার ৮টি তাজা বোমা, চাঞ্চল্য হরিহরপাড়ায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মাঠ থেকে উদ্ধার তাজা সকেট বোমা। শনিবার এই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হরিহরপাড়ায় রায়পুর গ্রাম পঞ্চায়েতের সদানন্দপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে সদানন্দপুর এলাকায় চাষের জমিতে মাটি কাটার কাজ করতে গিয়ে দুটি জারে তাজা বোমা দেখতে পান স্থানীয় গ্রামবাসীরা।
এদিকে বোমা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কাজ বন্ধ করে পুলিশে খবর দেন স্থানীয়রাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় হরিহরপাড়া থানায় পুলিশ। পুলিশ গিয়ে দুটি জারে মোট ৮টি তাজা বোমা উদ্ধার করেন।
খবর দেওয়া হয় বোম্ব স্কোয়াডে। কি কারণে এতগুলি বোমা মজুত করা হয়েছিল তা ক্ষতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বাড়ি ফাঁকা পেয়ে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় জেঠু
অন্যদিকে, দক্ষিণী সিনেমা ‘পুষ্পার’ স্টাইলে পাচার হচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাপ। সিউড়ি থানার পুলিশের বিশেষ অভিযানে ধৃত ১। শনিবার বীরভূমের সিউড়ি থানার তিলপাড়া ব্যারেজ এর কাছে সিউড়ি থানা পুলিশের তরফ থেকে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তি একটি গাড়িতে করে আলুর বস্তার নিচে ৪৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করার চেষ্টা করছিল বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ হ্যাপিউর শেখ নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। রবিবার ধৃতকে সিউড়ি জেলা আদালতে তোলা হবে।