পুলিশি অভিযানে ইটাহার থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়
Connect with us

রাজনীতি

পুলিশি অভিযানে ইটাহার থেকে উদ্ধার তাজা বোমা, চাঞ্চল্য এলাকায়

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বগটুই হত্যাকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বেআইনি অস্ত্রশস্ত্র এবং বোমাগুলির বিরুদ্ধে অভিযানে নেমেছে রাজ্য পুলিশ প্রশাসন। সেইমতো সোমবার উত্তর দিনাজপুরের ইটাহার থেকে তাজা বোমা উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়াল এলাকায়। 

জানা গিয়েছে, এদিন মোট ৮ টি তাজা বোমা উদ্ধার ঘিরে  আতঙ্ক ছড়িয়ে পড়ে ইটাহারে। সোমবার ইটাহার থানার গুলন্দর দুই অঞ্চলের বৌসা গ্রামে গ্রামীণ সড়কের ধারে এলাকার বাসিন্দা চিরঞ্জিত ঘোষ (ভোলা) ৩০ পেশায় বাড়ির সামনে চায়ের দোকান করে। তাঁর বাড়ির পিছনের কলা বাগানে দেখতে পায় বালতি ও ড্রামে ৮টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে য়ায় ইটাহার থানার পুলিশ, খবর ছড়িয়ে পড়তে এলাকার সাধারণ মানুষ ভিড় করে ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও ইটাহার থানার পুলিশ চিরঞ্জিত ঘোষকে গ্রেফতার করে ইটাহার থানায় নিয়ে যায়। এলাকার বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, এলাকায় চিরঞ্জিত ঘোষ ভালো ছেলে বলে পরিচিত। তাঁকে ফাঁসানো হচ্ছে। এমনটাই অভিযোগ চিরঞ্জিত ঘোষের দিদির। তবে পুলিশ ঘটনাস্থলে থাকলেও বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য ইতিমধ্যে মালদহ থেকে বোম স্কোয়াড রওনা দিয়েছে।

আরও পড়ুন: পুলিশি অভিযানে উদ্ধার প্রচুর তাজাবোমা-আগ্নেয়াস্ত্র, মালদহে গ্রেফতার ২

Advertisement

অন্যদিকে, রামপুরহাটের বগটুই ঘটনার পর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের এলাকায় অভিযান চালিয়ে বোম, পিস্তল গুলি বারুদ উদ্ধারের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।ওই নির্দেশের পরেই বৃহস্পতিবার রাতে মালদহের চাঁচল থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে চাঁচলের পৃথক পৃথক দুটি গ্রামে অভিযান চালিয়ে দুটি পাইপগান, দুটি কার্তুজ সহ দুই যুবকে গ্রেফতার করে।

আরও পড়ুন: BJP-এর বিক্ষোভে উত্তাল বিধানসভা, একবছরের জন্য সাসপেন্ড শুভেন্দু অধিকারী সহ ৫ বিধায়ক

ধৃতদের শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মারুপ আলি (৩০) বাড়ি চাঁচল ১ব্লকের মতিহারপুর পঞ্চায়েতের বাকিপুরে। অনুপ মালো (২০) বাড়ি চাঁচল পঞ্চায়েতের পাহাড়পুর এলাকায়। ধৃত দুজনকেই তাদের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে পাহাড়পুরের বাসিন্দা অনুপ মালোর বিরুদ্ধে এর আগে একটি ডাকাতি মামলায় চাঁচল থানায় নাম রয়েছে। ধৃতদের পাঁচদিনের পুলিশ রিমান্ডের আবেদন চেয়ে চাঁচোল মহকুমা আদালতে তোলা হয়। এ বিষয়ে চাচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, অভিযান চালিয়ে পৃথক দু’টি জায়গা থেকে আগ্নেয়াস্ত্রসহ ২ যুবককে গ্রেফতার করা হয়েছে।

Advertisement