ফরাক্কায় উদ্ধার কিশোরের গলাকাটা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা
Connect with us

বাংলার খবর

ফরাক্কায় উদ্ধার কিশোরের গলাকাটা দেহ, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাতের অন্ধকারে কিশোরের গলাকাটা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ফরাক্কার জিগরীর লিচু বাগানে। পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম রামিজ শেখ (১৪)। বাড়ির ফরাক্কার জিগরি মোড় এলাকায়।

মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকেলে সে বাড়ি থেকে বেরিয়ে ছিল। তারপরে অনেক খোঁজাখুঁজি করেও রাত পর্যন্ত তাকে পাওয়া যায়নি। রবিবার ভোররাতে নিজের কাকার লিচু বাগানে তার গলা কাটা দেহ উদ্ধার করা হয়। এরপর বাড়ির লোকজনই এসে খবর দেয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরাক্কা থানার পুলিশ আধিকারিরা। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে বেনিয়াগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয় হয়। এভাবে কিশোরের গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেন তাঁকে এরকম নৃশংস ভাবে খুন করা হয়েছে তা খতিয়ে দেখতে ঘটনার তদন্তে নেমেছে ফরাক্কা থানার পুলিশ।

আরও পড়ুন: বাঁকুড়ায় অব্যাহত দলমার দামালের তাণ্ডব, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর

Advertisement

অন্যদিকে, রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে হাতেনাতে পাকড়াও করল বড়োয়া থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে রওনা হওয়ার আগেই ধৃত ওই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ। শনিবার রাতে ধৃতদের বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট এলাকা থেকে আটক করে পুলিশ। পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে মেলে একটি 7.6’5 m,m (সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর)পিস্তল ও দুটি কার্তুজ।

আরও পড়ুন: মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু পুলিশের ASI-এর

উল্লেখ্য প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটছে বলে অভিযোগ। আর চুরির ঘটনার কিনারা করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ। এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে, ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে। রবিবার ধৃতদের বিরূদ্ধে
৩৯৯/৪০২ আইপিসি এবং ২৫/২৭ আর্মস অ্যাক্ট আইনে মামলা রুজু করা হয়েছে। শুধু তাই নয়, ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখকে কান্দি মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে।

Advertisement