Uncategorized
থানাতেই ডিজে বাজিয়ে অনাথ যুবতির বিয়ে দিলেন পুলিশ আধিকারিকরা!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: এলাকাবাসী অবাক। থানায় ডিজে বাজছে। থানায় বানানো হচ্ছে মণ্ডপ। অনেকেই ভাবছেন কী হচ্ছে থানায়! কৌতুহলে থানার সামনে জমতে শুরু করে ভিড়। কিন্তু থানায় এসে সবাই অবাক। যে পুলিশ দিনরাত চোর ডাকাত ধরতে ব্যস্ত থাকে সেই পুলিশ থানায় বিয়ে দিচ্ছ! পাত্র এবং কন্যার চার হাত এক করে দিচ্ছেন।
যা দেখে স্থানীয় মানুষ পুলিশের এই মানবিক মুখ দেখে ধন্য ধন্য করছে। এই ঘটনাটি ঘটেছে মালদহর হরিশচন্দ্রপুর থানায়। খবর পাওয়া গিয়েছে, বাবা-মা’হীন অনাথ ওই ২৩ বছর বয়সী তরুণীর বাড়ি কাটিহার জেলায়। দ্বারভাঙ্গা জেলার এক যুবকের সঙ্গে তাঁর ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। দু’জনেই মালদহর কুমেদপুরে কাজ করতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই যুবক তরুণীর সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্ক করেন।
এরপর তরুণী বিয়ের প্রস্তাব দিলে শঙ্কর সাহানি নামে ওই যুবক বিয়ে করতে অস্বীকার করেন। এরপর ওই তরুণী হরিশচন্দ্র পুর থানার পুলিশের দ্বারস্থ হন। তরুণীর অভিযোগের ভিত্তিতে, ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। এবং থানাতেই মণ্ডপ সাজিয়ে দু’জনের মধ্যে মালা বদল করে বিয়ে দেয় পুলিশ। হরিশচন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস-সহ থানার আরও কয়েকজন আধিকারিক উপস্থিত ছিলেন বিয়ের অনুষ্ঠানে। হরিশচন্দ্রপুর থানার পুলিশের মানবিক রূপ দেখে খুশি এলাকার মানুষ।