বাংলার খবর
বিহারের ডাকাত দলকে গ্রেফতার করে চক্ষু চড়কগাছ পুলিশের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বাংলা-বিহার সীমান্তে রুটিন চেকিং করছিল পুলিশ। সেখানে একটি গাড়িকে ঘুরে বেড়াতে দেখে সন্দেহ পুলিশ। গাড়ি দাঁড় করায় পুলিশ এবং জিজ্ঞাসাবাদ করলে গাড়িতে থাকা ৬ জন বলে তাঁদের বাড়ি মাটিগাড়া এলাকায় এবং তাঁরা বাড়ি যাচ্ছেন।
পুলিশের সন্দেহ হওয়ায় সত্যতা যাচাই করার জন্য তাঁদের গাড়ির পিছন পিছন যায়। গাড়িটি মাটিগাড়া পৌঁছতেই গাড়ি থেকে নেমে সবাই পালাতে শুরু করে। পুলিশ পিছন পিছন তাড়া করে দু’জনকে গ্রেফতার করে এবং বাকি সবাই পালিয়ে যায়। ধৃতরা হলেন নুর মহম্মদ খান এবং জাহিদ খান। এরপর পুলিশি জেরার মুখে স্বীকার করে তারা বিহার থেকে ডাকাতি করতে এসেছিল। এবং একটি সোনার দোকানে ডাকাতি করেছে এবং আরও কিছু জায়গায় ডাকাতি করার জন্য কয়েকদিন ধরেই তারা শহরে ঘুরে বেড়াচ্ছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে দার্জিলিঙের মাটিগাড়ায় একটি সোনার দোকানে ডাকাতি হয়। সেই চুরি যাওয়া প্রচুর সোনা এবং প্রচুর অস্ত্র ডাকাত দলের গাড়ি থেকে উদ্ধার হয়েছে। জেরার মুখে তারা স্বীকার করেছে, এর আগে অনেকবার ডাকাতি করেছে এবং এবারও আরও কিছু ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। ডাকাত দলের শহরের বুকে গত কয়েকদিন ধরে ঘুরে বেড়ানোয় পুলিশের প্রাথমিক অনুমান, এই ডাকাত দল বড় কোনও চক্রের সঙ্গে জড়িত আছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।