Uncategorized
ক্যানিংয়ে চুরির ঘটনায় অভিযুক্ত চারজনকে আটক করল পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকদিন যাবত একের পর এক চুরির ঘটনায় অতিষ্ট হয়ে উঠেছিল সাধারণ মানুষ। পুলিশের কাছে একের পর এক অভিযোগ আসতে শুরু করে। এরপর থেকেই নড়েচড়ে বসে পুলিশ। একের পর এক অভিযান চালানোর পাশাপাশি চুরির কিনারা খুঁজতে শুরু করে পুলিশ।
এরপরই লাগাতার চুরির ঘটনার কিনারা করল পুলিশ। এই ঘটনায় গ্রেফতার হয়েছে এক ব্যবসায়ী সহ মোট ৪ জন। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিংয়ের ঘটনা। বেশ কয়েকদিন ধরেই সেখানে একের পর এক চুরির ঘটনা ঘটছিল। পুলিশকর্মীর বাড়ি, ক্যানিং মহকুমা হাসপাতালের কোয়ার্টার সহ বেশ কয়েকটি জায়গায় চুরির ঘটনা ঘটে। সম্প্রতি একটি বাড়িতেও চুরি হয়। তদন্তে নেমে তিন দুষ্কৃতী ও চোরাই মাল বেচাকেনার করার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে মেলে প্রচুর চোরাই সামগ্রী। এর পিছনে কোনও চক্র রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছে পুলিশ।