দেশের খবর
ভোটের আগেই বালি পাচারের অভিযোগে পঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নির ভাইপো গ্রেফতার!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: আগামী ২০ ফেব্রুয়ারি পঞ্জাবে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগেই উত্তপ্ত হয়ে উঠল পঞ্জাবের রাজনীতি। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিত চান্নির ভাইপো ভুপেন্দ্র সিং হানির বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বালি পাচারের অভিযোগ উঠছিল।
বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভোটের আগে যা বড়সড় অস্বস্তিতে ফেলে দিল পঞ্জাবের মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে। বৃহস্পতিবার ভুপেন্দ্র সিং হানিকে দীর্ঘক্ষণ জেরা করে ইডি। জেরা করার পরই তাঁকে গ্রেফতার করে ইডি। গত মাসেই বালি পাচার মামলায় পঞ্জাবের বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। সে সময়ও মুখ্যমন্ত্রীর এক আত্মীয়ের কাছ থেকে নগদ আট কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। এ ছাড়াও দামি হাতঘড়ি, মোবাইল, সোনা ইত্যাদি বাজেয়াপ্ত হয়। মুখ্যমন্ত্রীর ভাইপো গ্রেফতার হওয়ায় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলতে শুরু করেছে রাজ্যের বিরোধীদল। তবে এই ঘটনায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং তাঁর দল কংগ্রেস কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ তুলেছে।
তাঁর বক্তব্য, কেন্দ্রের বিজেপি সরকার এবং ইডি-কে দিয়ে তাঁর সরকারের বদনাম করতে চাইছে। এই প্রসঙ্গে চান্নি পশ্চিমবঙ্গের কথাও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ‘পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে বালি পাচারের অভিযোগে জেরা করা হয়েছিল। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হননি। চান্নি এইসব অভিযোগ করলেও পাত্তা দিতে নারাজ পঞ্জাব বিজেপি। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপো ভুপেন্দ্র সিং হানির বিরুদ্ধে বালি পাচারের অভিযোগ আসছিল। সেই অভিযোগের ভিত্তিতে এর আগেও বেশ কয়েকবার জেরা করেছিল ইডি। এবার ভুপেন্দ্র সিং হানিকে গ্রেফতার করল ইডি। মুখ্যমন্ত্রী চান্নির ভাইপোর গ্রেফতারি পঞ্জাবের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেই অনুমান রাজনৈতিক মহলের।